করোনা আক্রান্তের নিরিখে প্রতিদিনই নতুন নতুন রেকর্ড গড়ছে ভারত। শনিবার মাত্র একদিনেই দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছে প্রায় ১২ হাজার মানুষ। ফলে বর্তমানে করোনা সংক্রমণে বিশ্বের চার নম্বরে অবস্থান করছে দেশটি।
ভারতে গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়েছেন মোট ১১ হাজার ৯২৯ জন। যা এযাবৎকালের মধ্যে আক্রান্তের নিরিখে নতুন রেকর্ড। নতুন আক্রান্তের ফলে দেশটিতে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ লক্ষ ২০ হাজার ৯২২ জনে।
আক্রান্তের পাশাপাশি ভারতে লাফিয়ে বাড়তে শুরু করেছে মৃত্যুর সংখ্যাও। শেষ ২৪ ঘন্টায় দেশটিতে করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছে ৩১১ জন। ফলে মোট মৃতের সংখ্যা পৌঁছে গিয়েছে ৯ হাজার ১৯৫ জনে।
ভারতে বর্তমানে করোনা অ্যাক্টিভ কেস রয়েছে ১ লক্ষ ৪৯ হাজার ৩৪৮টি। যারমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ১ লক্ষ ৬২ হাজার ৩৭৯ জন।
ভারতের কেন্দ্রীয় সরকার মনে করছে, মহারাষ্ট্র, তামিলনাড়ু, দিল্লি, গুজরাট এবং উত্তরপ্রদেশে আগামী দুই মাসে অবস্থা আরও খারাপ হতে পারে। ভারতের রাজধানী দিল্লিসহ দেশের একাধিক রাজ্য যেভাবে করোনা সংক্রমণ বাড়ছে সেই বিষয়েই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন, প্রিন্সিপাল সেক্রেটারিসহ অনেকে বৈঠক করেছেন।
এদিকে ভারতে করোনা সংক্রমণে ভয়াবহ অবস্থা নিয়েছে মহারাষ্ট্র রাজ্য। কেবল ওই রাজ্যেই মোট করোনা আক্রান্তের সংখ্যা পৌঁছে গিয়েছে ১ লক্ষ ৪ হাজার ৫৬৮ জনে। এরপরেই রয়েছে যথাক্রমে তামিলনাড়ু, দিল্লি, গুজরাট, রাজস্থান এবং পশ্চিমবঙ্গ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।