Advertisement
  
  
আন্তর্জাতিক ডেস্ক : টানা ৬ষ্ঠ দিনের মতো রেকর্ড করোনা রোগী শনাক্ত হলো ভারতে। একদিনে সাড়ে ২৬ হাজার শনাক্তের ঘটনায় মোট আক্রান্ত দাঁড়ালো প্রায় ৮ লাখে। বৃহস্পতিবার পৌনে ৪শ’র বেশি মৃত্যুতে, মোট প্রাণহানি ছাড়িয়েছে ২১ হাজার ৬’শ।
গেলো সপ্তাহে ভারতে করোনায় দিনে গড়ে প্রাণহানি বেড়ে হয়েছে ৪৮৫। ভারতে করোনায় মারা যাওয়া ব্যক্তিদের ৪৩ শতাংশের বয়স ৩০ থেকে ৫৯ বছরের মধ্যে। সংক্রমণ ও মৃত্যুতে শীর্ষে মহারাষ্ট্র। প্রাণহানির তালিকায় এরপরই রয়েছে দিল্লি-গুজরাট। নতুন সংক্রমণের কেন্দ্রে রয়েছে পশ্চিমবঙ্গ, ওড়িষা, বিহার, গুজরাট, তামিলনাড়ু উত্তর প্রদেশসহ কমপক্ষে ১০ রাজ্য।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



