Advertisement
আন্তর্জাতিক ডেস্ক: ভারতে ফের একলাফে অনেকটা কমল দৈনিক আক্রান্তের সংখ্যা। গতকালকেই ৩ লাখের গন্ডির নিচে নেমেছিল। আজ আরও কমে দাঁড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৬৩ হাজার ৫৩৩ জন।
ভারতে মোট সক্রিয় রোগীর সংখ্যাও কমছে। বর্তমানে তা ৩৩ লক্ষ ৫৩ হাজার ৭৬৫ জন। তবে চিন্তা বাড়াচ্ছে দৈনিক মৃতের পরিসংখ্যান। তবে ৪ হাজারের গন্ডি ছেড়ে নামছেই না মৃতের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গিয়েছেন ৪ হাজার ৩২৯ জন যা এখন পর্যন্ত সর্বোচ্চ রেকর্ড। এ নিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ২ লক্ষ ৭৮ হাজার ৭১৯ এ।
করোনার দ্বিতীয় ওয়েভে দেশজুড়ে মোট সংক্রমিত হয়েছে ২ কোটি ৫২ লক্ষ ২৮ হাজার ৯৯৬ জন। মোট সুস্থের সংখ্যা ২ কোটি ১৫ হাজার ৯৬ লক্ষ ৫১২ জন। সূত্র: জিনিউজ
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।