আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বব্যপী ছড়িয়ে পড়া মহামারী করোনাভাইরাসে বিধ্বস্ত পার্শ্ববর্তী দেশ ভারত। আক্রান্তের দিক থেকে বিশ্বের শীর্ষ তিনে থাকা ব্রাজিলকে পেছনে ফেলে শীঘ্রই দ্বিতীয় অবস্থানে চলে যেতে পারে ভারত। ওয়ার্ল্ডোমিটারের তথ্য বলছে, পরপর দুদিন ২৪ ঘণ্টায় রেকর্ড পরিমাণ আক্রান্ত হয়েছে ভারতে। গত একদিনে ভারতে করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে ৬৮ হাজার ৫০৭, যা একদিনে বিশ্বের সর্বোচ্চ। এর আগের দিনও সর্বোচ্চ আক্রান্ত ছিলো ভারতের ৬৯ হাজার ১৯৬ জন।
এদিকে, মাত্র এক মাসে ১২ লাখের উপর কোভিড আক্রান্ত বাড়তে পারে, এতোটা বোধ হয় কেউ ভাবেননি। সরকারি রেকর্ড বলছে, চলতি আগস্টের ১ থেকে ২০ তারিখের মধ্যে করোনা পজিটিভ কেস ১২ লাখ ছাড়িয়েছে। মাস শেষ হতে আরো ১০ দিন বাকি রয়েছে। রোজ যে গতিতে পজিটিভ কেস বাড়ছে, সেই ধারাবাহিকতায় মাস শেষে সংখ্যাটা ১৭ লাখ ছাড়ালে অবাক হওয়ার নেই। ভারতে করোনা সংক্রমণ শুরু হওয়ার পর থেকে চলতি মাসেই সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে। অন্যান্য দেশের আগস্টের পরিসংখ্যান দেখলে এক মাসের মধ্যে ১২ লাখের উপর কোভিড আক্রান্তের ঘটনা বিশ্বের আর কোন দেশে ঘটেনি। সংক্রমণের নিরিখে শীর্ষে থাকা আমেরিকা ও ব্রাজিলেও নয়। দেশটিতে বৃহস্পতিবার মোট আক্রান্তের সংখ্যা ২৯ লাখ ছাড়িয়েছে। এর মধ্যে ২০ লাখের উপর কোভিড আক্রান্ত সুস্থ হয়ে উঠেছেন। ওয়ার্ল্ডোমিটারের লাইভ ট্র্যাকার জানাচ্ছে, আগস্টে ভারতে করোনা আক্রান্ত হয়েছে ১২ লাখ ৭ হাজার ৫৩৯ জন। বিজেপি সরকারের কাছ থেকে পাওয়া তথ্যই তুলে ধরেছে ওয়ার্ল্ডোমিটার। এই ১২ লাখের উপর আক্রান্তের সঙ্গেই চলতি মাসে রেকর্ড গড়েছে ভারত।
বিশ্বের আর কোন দেশ কাছাকাছি নেই। মোট সংক্রমণে শীর্ষে থাকা আমেরিকায় আগস্টে পজিটিভ কেস বেড়েছে ৯ লাখ ৯৪ হাজার ৮৬৩টি। ব্রাজিলের ক্ষেত্রে এই সংখ্যা ৭ লাখ ৮৪ হাজার ১১৫। বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্টে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় গোটা বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ২ লাখ ৬৩ হাজার বেড়েছে। একই সময়ের মধ্যে মৃত্যু হয়েছে ৬ হাজার ৫০০ জনের। আজ শুক্রবার (২১ আগস্ট) সকাল পর্যন্ত ভারতে করোনা আক্রান্ত বেড়ে হয়েছে ২৯ লাখ ৪ হাজার ৩২৯ জন। গত ২৪ ঘণ্টায় পজিটিভ ৬৮ হাজার ৫০৭ জন। মৃত্যু হয়েছে ৯৮১ জনের। সব মিলিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৪ হাজার ৯৭৫। করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ২১ লাখ ৫৭ হাজার ৯৪১ জন। অ্যাক্টিভ আক্রান্ত ৭ লাখ ৩৯ হাজার ২৬৭ জন। ভারতে মোট ৩ কোটি ২৬ লাখ ৬১ হাজারের উপর কোভিড টেস্ট হয়েছে। প্রতি ১০ লাখ জনসংখ্যায় টেস্ট হয়েছে ২৩ হাজার ৬৩৬ জনের। অন্যদিকে করোনাভাইরাসে বিশ্বের শীর্ষ আক্রান্ত দেশ যুক্তরাষ্ট্রে গত একদিনে রোগী শনাক্ত হয়েছে ৪৫ হাজার ৩৪১ জন, ব্রাজিলে শনাক্ত হয়েছে ৪৪ হাজার ৬৮৪ জন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।