আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বের দ্বিতীয় জনবহুল দেশ ভারতে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্ত। দেশটিতে করোনা শনাক্ত সাড়ে ৪ লাখ ছাড়িয়ে গেছে। মারা গেছেন প্রায় সাড়ে ১৪ হাজার মানুষ।
অবশ্য বিজেপি সরকারের দাবি, জনসংখ্যার ঘনত্ব অনুযায়ী এখনো বিশ্বের অনেক দেশের তুলনায় ভালো আছে ভারত।
দ্য হিন্দুর বুধবার সকালের আপডেট অনুযায়ী, দেশটিতে ৪ লাখ ৫৬ হাজার ৭৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত মারা গেছেন ১৪ হাজার ৪৭৯ জন। বর্তমানে চিকিৎসাধীন ১ লাখ ৮৩ হাজার ৮০ জন।
এদিকে মঙ্গলবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্যে, করোনায় প্রাণহানির নিরিখে অতীতের রেকর্ড ভেঙেছে সোমবার। চব্বিশ ঘণ্টায় করোনায় ৪৪৫ জনের মৃত্যু হয়েছে। নতুন শনাক্ত ১৪ হাজার ৮২১ জন।
অবশ্য মন্ত্রণালয়ের যুক্তি, দেশের সামগ্রিক পরিস্থিতি দেখলে বোঝা যাবে বিশ্বের বহু দেশের থেকেই ভালো অবস্থায় রয়েছে ভারত। বিপুল জনঘনত্ব সত্ত্বেও এ দেশে প্রতি লাখ বাসিন্দা পিছু করোনা সংক্রমণের হার ৩০.০৪। বিশ্বে ওই হার ১১৪.৬৭। অর্থাৎ সংক্রমণ লাফিয়ে বাড়লেও ভারতের তেমন খারাপ নয়।
অন্যদিকে রবিবার আক্রান্তের বিচারে তামিলনাড়ুকে টপকে দ্বিতীয় স্থানে চলে আসে রাজধানী দিল্লি। সেখানে সংক্রামিত ৬০ হাজারের কাছাকাছি। মান্ডোলি কারাগারে ১৭ জন কয়েদির দেহেও সংক্রমণ ধরা পড়েছে।
ওয়ার্ল্ডোমিটারের পরিসংখ্যান অনুযায়ী, বিশ্বে করোনায় এখন পর্যন্ত ৪ লাখ ৭৯ হাজার ৮০৫ জনের মৃত্যু হয়েছে। শনাক্ত ব্যক্তির সংখ্যা ৯৩ লাখ ৫৩ হাজার ৭৩৫ জন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।