Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : ভারতে করোনাভাইরাসে মৃতের সংখ্যা ১৫ হাজার ছুঁইছুঁই। বিশ্বের দ্বিতীয় জনবহুল দেশটিতে আক্রান্তের সংখ্যা পাঁচ লাখের দিকে ছুটেছে। এর মাঝে ইতিবাচক খবর হচ্ছে ইতোমধ্যে ২ লাখ ৭২ হাজার মানুষ করোনা থেকে সুস্থ হয়েছেন।
এদিকে একদিনে করোনা আক্রান্তের হিসাবে ফের রেকর্ড গড়েছে ভারত। চব্বিশ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ১৫ হাজার ৯৬৮ জন। ওই সময়ের মধ্যে মারা গেছেন ৪৬৫ জন। দেশটিতে এখন পর্যন্ত করোনায় মারা গেছেন ১৪ হাজার ৯০৭ জন। আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৭২ হাজার ৯৮৫ জন। এছাড়া এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২ লাখ ৭১ হাজার ৬৮৮ জন মানুষ।
শনাক্ত হিসাবে যুক্তরাষ্ট্র, ব্রাজিল, রাশিয়ার পরই ভারতের অবস্থান। আক্রান্তের দিক থেকে বিশ্বে চতুর্থ অবস্থানে রয়েছে ভারত।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।