Advertisement
আন্তর্জাতিক ডেস্ক: মহামারি করোনাভাইরাসের কারণে ভারতে প্রতিদিনই বাড়ছে প্রাণহানি। বৃহস্পতিবার একদিনে দেশটিতে কোভিড-১৯ আক্রান্ত হয়ে ৭৫ জনের মৃত্যু হয়েছে। আগেরদিন বুধবার এ সংখ্যা ছিল ৭১ জন। খবর ইউএনবি’র।
ভারতে মৃত্যুর সংখ্যা বেড়ে ১১৫৪ জনে দাঁড়িয়েছে।
এদিকে দেশটিতে বৃহস্পতিবার আক্রান্ত হয়েছেন ১৮০১ জন। আক্রান্তের সংখ্যা বেড়ে ৩৫ হাজার ৪৩ জনে দাঁড়িয়েছে। সবচেয়ে বেশি আক্রান্ত মহারাষ্ট্রে। সেখানে মোট আক্রান্ত সাড়ে ১০ হাজার ছাড়িয়েছে।
কোভিড-১৯ থেকে ভারতে সুস্থ হয়েছেন ৯ হাজার ৬৮ জন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।