Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : ভারতে গত একদিনে নতুন করে ৬০ হাজার ৯৭৫ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। মঙ্গলবার ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এমনটি বলা হয়েছে।
ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৮৪৮ জন। ভারতে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৬০ হাজার ৯৭৫ জন। দেশটিতে এ পর্যন্ত ৩১ লাখ ৬৭ হাজার ৩২৩ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। এদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ২৪ লাখ ৫ হাজার ৫৮৫ জন।
সর্বোচ্চ করোনা রোগী শনাক্তের দিক থেকে বিশ্ব তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ভারত। এ তালিকার শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্রে, দ্বিতীয় স্থানে রয়েছে ব্রাজিল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।