বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: টুইটারের অন্যতম বড় বাজার ভারত। দেশটিতে টুইটারের প্রচুর সংখ্যক কর্মী কর্মরত ছিলেন। তবে শুক্রবার আচমকাই সব বদলে যায়। একটি ই-মেলের মাধ্যমে ভারতের প্রায় সব কর্মীকেই জানিয়ে দেওয়া হয় যে তাদের ছাঁটাই করা হচ্ছে। এখন হাতে গোনা কয়েকজনই কর্মরত রয়েছে টুইটার ইন্ডিয়াতে।
রিপোর্ট অনুযায়ী, দেশে টুইটারে কর্মরত কর্মীর সংখ্যা ছিল প্রায় আড়াইশো। তবে শুক্রবারের পর সেই সংখ্যা নেমে দাঁড়িয়েছে ১০-এরও কম। সব কর্মীকেই স্ল্যাক, ল্যাপটপের অ্যাক্সেস থেকে বিচ্ছিন্ন করা হয়েছে।
ভারতের মার্কেটিং অ্যান্ড কমিউনিকেশনস ডিপার্টমেন্ট-ই হঠিয়ে দিলেন ইলন মাস্ক। এর ফল এই ডিপার্টমেন্টের সকল কর্মীই তাদের চাকরি হারালেন। সূত্র দিয়ে এমনই তথ্য প্রকাশ করা হয়েছে বিভিন্ন গণমাধ্যম।
বৃহস্পতিবার সন্ধ্যায়, হঠাৎ সব কর্মীদের একটি ইমেল করা হয়। তাতে বলা হয় , তাদের আগামীকাল সকাল ৯টায় ‘চাকরির অবস্থা সম্পর্কে জানিয়ে দেওয়া হবে’। তাতেই জানা যাবে চাকরি আছে নাকি নেই।
শুক্রবার সকাল থেকেই নিজেদের অফিস অ্যাকাউন্ট থেকে লগ আউট হয়ে যান কর্মীরা। অনেকেই তার স্ক্রিনশট সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। সবার পাসওয়ার্ড বদলে দেওয়া হয়।
এদিকে টুইটারের কর্মী ছাঁটাই নিয়ে বিতর্ক হলেও ইলন মাস্কের স্পষ্ট বক্তব্য, ‘যখন সংস্থা দৈনিক ৪০ লাখ ডলারেরও বেশি আর্থিক ক্ষতি করছে, তখন কর্মী ছাঁটাই করা ছাড়া আর কোনো উপায় নেই।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।