আন্তর্জাতিক ডেস্ক: সারাবিশ্বে বাড়তে শুরু করেছে ক’রোনা সংক্রমণের সংখ্যা। ভারতও এর ব্যতিক্রম নয়। তবে ক’রোনার (কো’ভিড-১৯) তৃতীয় ঢেউ আসলেও ভারত পুরোপুরি লকডাউনে যাবে না- এমনটাই দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
নতুন বছরের প্রথম দিন তিনি বলেন, ‘ক’রোনার চ্যালেঞ্জ রয়েছে। কিন্তু ক’রোনা ভারতের গতি রুখতে পারবে না।’
আনন্দবাজার পত্রিকা বলছে, প্রধানমন্ত্রীর এই মন্তব্যের পরে সরকারের ওয়াকিবহাল মহল মনে করছে, তৃতীয় ঢেউ এলেও ফের পুরোপুরি লকডাউন হবে না।
নরেন্দ্র মোদি আরও বলেন, ‘ভারত সব রকম সাবধানতা বজায় রেখে, সব রকম সতর্কতার সঙ্গে ক’রোনার সঙ্গে লড়বে এবং নিজের জাতীয় স্বার্থও পূর্ণ করবে।’
ক’রোনার প্রথম ঢেউ ও কড়া লকডাউনের ধাক্কায় ভারতের অর্থনীতির ২৪ শতাংশ সংকোচন হয়েছিল। দ্বিতীয় ঢেউয়ের সময় অর্থনীতির কথা ভেবেই দেশজুড়ে লকডাউনের পথে হাঁটেনি কেন্দ্রীয় সরকার।
বিশ্লেষকরা মনে করছেন, তৃতীয় ঢেউ এলেও ভারতে পুরোপুরি লকডাউন হবে না, বছরের প্রথম দিনে তারই ইঙ্গিত মিলল।
মোদি বলেছেন, ভারত সব রকম সাবধানতা বজায় রেখে, সব রকম সতর্কতার সঙ্গে ক’রোনার বিরুদ্ধে লড়বে এবং নিজের জাতীয় স্বার্থও পূর্ণ করবে।
মোদির বক্তব্য, ২০২২ সালে ভারতের আর্থিক বৃদ্ধির গতি আরো বাড়াতে হবে। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কয়েক দিন ধরে নিয়মিতভাবে রাজ্যগুলোতে সতর্কবার্তা পাঠানো হচ্ছে এবং কী কী প্রস্তুতি নিতে হবে, তার পরামর্শও দেওয়া হচ্ছে।
দিল্লি, কলকাতাসহ বড় শহর ও একাধিক রাজ্যে এরই মধ্যে শপিংমলসহ নানা ক্ষেত্রে গতিবিধি নিয়ন্ত্রণ জারি হয়েছে। স্বাভাবিকভাবেই খেটে খাওয়া মানুষের রুজিরোজগার নিয়ে চিন্তা বেড়েছে।
মোদি বলেছেন, অর্থনীতির অনেক মাপকাঠিই প্রাক-ক’রোনার সময়ের থেকেও ভালো জায়গায় রয়েছে। আর্থিক বৃদ্ধির হার ৮ শতাংশের বেশি। ভারতে রেকর্ড পরিমাণ বিদেশি লগ্নি এসেছে। বিদেশি মুদ্রা রেকর্ড স্তরে রয়েছে। জিএসটি থেকে আয় পুরনো রেকর্ড ভেঙে ফেলছে। রপ্তানি, বিশেষত কৃষিপণ্যের ক্ষেত্রে আমরা নতুন মাইলফলক তৈরি করছি।
ভারতে গত কয়েক দিন ধরে বাড়ছে ক’রোনার সংক্রমণ। আগের ২৪ ঘণ্টায় সংক্রমণের হার ৩৫ শতাংশ বেড়েছে বলে শনিবার জানায় দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়।
কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে গত কয়েক দিন ধরে নিয়মিতভাবে রাজ্যগুলোতে সতর্কবার্তা পাঠানো হচ্ছে। কী কী প্রস্তুতি নিতে হবে সে পরামর্শ দেওয়া হচ্ছে। দিল্লি, কলকাতাসহ বড় শহর ও একাধিক রাজ্যে ইতোমধ্যেই শপিং মলসহ নানা ক্ষেত্রে চলাচলে নিয়ন্ত্রণ জারি হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।