আন্তর্জাতিক ডেস্ক : দুই দেশের কূটনৈতিক সম্পর্কের খারাপের মধ্যে এবার এক নেপালির মাথা ন্যাড়া করে লিখে দেয়া হলো জয় শ্রীরাম। এখানেই শেষ নয় জয় শ্রীরাম ধ্বনি দিতে চাপ দেওয়া হয় তাকে। এমনকি নেপালি ব্যক্তিকে নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মার ওলির বিরুদ্ধে স্লোগান দিতেও বাধ্য করা হয়। এসব ঘটে দিনের আলোতে প্রকাশ্যে। এ ঘটনা ঘটে ভারতের উত্তর প্রদেশের বারানসীতে। এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় উঠে। খবর জি নিউজ।
এদিকে এ ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে ভারতে নেপালের রাষ্ট্রদূত নীলাম্বর আচার্য উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে কথা বলেছেন।
গত কয়েক মাস ধরেই ভারত-নেপালের সম্পর্কে টানাপোড়েন চলছে। সম্প্রতি নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি রামের জন্মস্থান অযোধ্যা নেপালে অবস্থিত বলে দাবি করে। এছাড়া সীমান্তে কিছু এলাকা নিজেদের মানচিত্রে দেখিয়ে নেপাল নতুন মানচিত্র প্রকাশ করেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।