ভারতে বহুতল ভবনে আগুন লেগে প্রাণ গেল ১৪ জনের

ভারতে বহুতল ভবনে আগুন লেগে ১৪ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের ঝাড়খণ্ড জেলার ধানবাদে বহুতল ভবনে আগুন লেগে অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় ঝাড়খণ্ডের জোড়াফটক এলাকায় এ ঘটনা ঘটে। সিলিন্ডার বিস্ফোরণে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারনা করছে প্রদেশটির মুখ্য সচিব।

ভারতে বহুতল ভবনে আগুন লেগে প্রাণ গেল ১৪ জনের

ঝাড়খণ্ডের মুখ্য সচিব সুখদেব সিং বলেছেন, সন্ধ্যায় ধানবাদের ব্যাংক মোড় থানা এলাকার আশীর্বাদ টাওয়ার নামে একটি আবাসিক ভবনের তৃতীয় তলায় আগুন লাগে। আগুন সাত তলা পর্যন্ত ছড়িয়ে পড়ে। ধারণা করা হচ্ছে, সিলিন্ডার বিস্ফোরণে আগুনের সূত্রপাত হয়েছে।

ধানবাদের এসএসপি সঞ্জীব কপমার জানিয়েছেন, মৃতদের মধ্যে ১০ জন মহিলা ও তিনজন শিশু রয়েছেন। আহত হয়ে কমপক্ষে ১২ জন হাসপাতালে ভর্তি আছে। আবাসনটির ১০০ ফ্ল্যাটে কমপক্ষে ৪০০ জন বাসিন্দা ছিলেন। চার ঘণ্টা পর আগুন কিছুটা নিয়ন্ত্রণে আনতে পারে ফায়ার সার্ভিসের সদস্যরা।

এ ঘটনায় দুঃখ প্রকাশ করে একটি টুইট করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । তিনি লিখেছেন, ‘ধনবাদে অগ্নিকাণ্ডে প্রাণহানীর ঘটনায় আমি বেদনার্থ। যারা প্রিয়জনকে হারিয়েছেন তাদের প্রতি সমবেদনা জানাই। আহতরা দ্রুত সেরে ওঠবেন এ প্রত্যাশা করি।’

এ ছাড়া টুইট করে শোক প্রকাশ করেছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন।

একমাসে যত টাকা আয় করল মেট্রোরেল