Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : লুঙ্গি ও গেঞ্জি পরে ট্রাক চালালেই এবার ২০০০ টাকা জরিমানা দিতে হবে উত্তরপ্রদেশে। ট্রাকের ড্রাইভার ও হেল্পার কেউই কর্মরত অবস্থায় লুঙ্গি ও গেঞ্জি পরতে পারবেন না বলে নয়া আইন পাশ হয়েছে উত্তরপ্রদেশে। এই পোশাক বিধি অনুযায়ী ফুলপ্যান্টের সঙ্গে শার্ট বা টিশার্ট পরেই ট্রাক চালাতে হবে। চটি নয়, পায়ে থাকতে হবে জুতো।
সারা ভারতেই ট্রাক চালকদের অত্যন্ত পরিচিত পোশাক লুঙ্গি। সুবিধেজনক, আরামদায়ক ও দামেও সস্তা। এই তিনের কারণে বেশিরভাগ সময়ই ট্রাক চালকদের লুঙ্গি পরেই দেখা যায়। কিন্তু তাদের সেই সুবিধেয় এবার ব্যাঘাত ঘটবে উত্তরপ্রদেশ অর্থাৎ যোগী-রাজ্যে।
এই পোশাক বিধি আগেও ছিল বলে জানানো হয়েছে। তবে তা কখনও কার্যকর করা হয়নি।
সূত্র : টাইমস অব ইন্ডিয়া
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।