আন্তর্জাতিক ডেস্ক: ১০০ দিন পর ভারতে করোনার সর্বনিম্ন সংক্রমণ হয়েছে। গতকাল সংক্রমিত হয়েছিল ৪৬ হাজার মানুষ। ৪৬ হাজারের ঘর থেকে আজ ৩৭ হাজারের ঘরে নেমে এসেছে দৈনিক সংক্রমণ। একদিনে দেশটিতে সংক্রমণ কমেছে প্রায় ৯ হাজার।
ভারতে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৩৭ হাজার ৫৬৬ জন। করোনার দ্বিতীয় বর্ষে ১৯ মার্চের পর দেশে দৈনিক সংক্রমণ ৩০ হাজারের ঘরে। এখন পর্যন্ত ভারতে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ৩ কোটি ৩ লক্ষ ১৬ হাজার ৮৯৭ জন। সংক্রমণের মতোই দৈনিক মৃত্যুও কমে এক হাজারের নীচে নেমে এসেছে।
পরিসংখ্যানের তথ্য অনুসারে মঙ্গলবার সকাল ৮ টা পর্যন্ত ভারতে করোনায় প্রাণ হারিয়েছেন ৯০৭ জন। এখন পর্যন্ত দেশটিতে করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারালেন মোট ৩ লক্ষ ৯৭ হাজার ৬৩৭ জন।
ভারতে কমেছে সংক্রমণের হারও। গত ২৪ ঘণ্টায় দেশটিতে সংক্রমণের হার ২.১২ শতাংশ। জুনের শেষ সপ্তাহ জুড়েই সংক্রমণের হার ৩ শতাংশের নীচেই ছিল। সেই সঙ্গে কমেছে সক্রিয় রোগীর সংখ্যাও।
মঙ্গলবার পর্যন্ত দেশে সক্রিয় রোগীর সংখ্যা ৫ লক্ষ ৫২ হাজার ৬৫৯ জন। অন্যদিকে সোমবারের তুলনায় দেশে টিকাকরণের গতি বাড়ল আরও খানিকটা। যদিও তা গত সপ্তাহের অন্য দিনগুলোর তুলনায় অনেকটাই কম। গত ২৪ ঘণ্টায় দেশে টিকা নিয়েছেন ৫০ লক্ষের বেশি মানুষ।
গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইট করে জানিয়েছেন টিকাকরণে আমেরিকাকে টেক্কা দিয়েছে ভারত। এই পর্যন্ত দেশে টিকা পেয়েছেন মোট ৩২ কোটি ৯০ লক্ষেরও বেশি নাগরিক।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।