ভারতের আস্থা চেতন শর্মা

চেতন শর্মা

স্পোর্টস ডেস্ক: চেতন শর্মার উপরই প্রধান নির্বাচকের আস্থা রাখল বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই (বিসিসিআই)। নতুন করে ফের সেই চেতন শর্মাই থাকছেন ভারত জাতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচকের দায়িত্বে।

চেতন শর্মা

গতকাল শনিবার বিবৃতি দিয়ে বিসিসিআই জানিয়েছে, তাদের নতুন নির্বাচক কমিটি প্রসঙ্গে। চেতন শর্মার নেতৃত্বে এই নির্বাচক কমিটিতে রয়েছেন মোট ৫ জন। বাকিরা হলেন- শিব সুন্দর দাস, সুব্রত ব্যানার্জি, সালিল আনকোলা ও শ্রীধরন শরত।

এর আগে গত বছরের ১৮ নভেম্বর বিসিসিআইয়ের ওয়েবসাইটে ৫ নির্বাচকের পদে বিজ্ঞাপন দেওয়া হয়। সেখানে মোট ৬০০ জন ব্যক্তি আগ্রহ প্রকাশ করেছিল। সেখান থেকে যাচাই বাছাই করে ১১ জনের সংক্ষিপ্ত তালিকায় রাখে কমিটি। ইন্টারভিউ শেষে কমিটি ৫ জন ব্যক্তিকে নতুন করে নিয়োগ দেয়।

জানা গেল সৌদির ক্লাবে রোনালদোর অভিষেকের তারিখ