Advertisement
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের তেলেঙ্গানায় দেওয়াল ধসে মঙ্গলবার রাতে ১০ জন নিহত এবং পাঁচজন আহত হয়েছেন। খবর ইউএনবি’র।
তেলেঙ্গানার রাজধানী হায়দরাবাদে মঙ্গলবার থেকে টানা বৃষ্টির কারণে এই দুর্ঘটনা ঘটে।
গত ২৪ ঘণ্টায় হায়দরাবাদে প্রচুর বৃষ্টিপাত হয়েছে। সন্ধ্যা ৬টার পর বৃষ্টির পরিমান বাড়তে থাকে এবং তা রাত পর্যন্ত অব্যাহত থাকে।
শহরের বিভিন্ন এলাকায় বন্যার সৃষ্টি হয়েছে এবং বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। কিছু কিছু স্থানে পার্ক করা গাড়ি সম্পূর্ণ পানির নিচে তলিয়ে যাওয়ার চিত্র টিভি চ্যানেলগুলোতে দেখা গেছে।
বাড়িতে হাঁটু পর্যন্ত পানি ওঠায় রাতে অনেকেই বাড়ির ছাদে অবস্থান নেন।
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের এক কর্মকর্তা টুইট করে জানান, এলবি নগরে ২৫ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বৃষ্টিপাত আরও কয়েকঘণ্টা থাকতে পারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।