Advertisement
স্পোর্টস ডেস্ক: ২০১৯ সালে ইংল্যান্ডে হওয়া বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে পরাজয়ের পর থেকে প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলেননি ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। এ নিয়ে গত ৯ মাস ধরে ভারতীয় ক্রিকেট ভক্তদের মাঝে সংশয়ও চলছে, ধোনি কি ফের জাতীয় জার্সি গায়ে দলে ফিরবে?
এসব চলমান জল্পনার মাঝে এবার নতুন উস্কানি দিলেন দেশটির সাবেক অধিনায়ক সুনীল গাভাস্কার। ভারতীয় কিংবদন্তি এই ওপেনার ধোনিকে আর জাতীয় দলে দেখছেন না। তার মতে, টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতের দলে ধোনির জায়গা নেই।
‘দৈনিক জাগরণ’ পত্রিকায় গাভাস্কার বলেছেন, ধোনিকে অবশ্যই ভারতের বিশ্বকাপের দলে দেখতে চাই। কিন্তু সেটা আর হওয়ার নয়। এই দলটা অনেক এগিয়ে এসেছে। ধোনি এমন লোক নয়, যে কিনা বড় করে একটা ঘোষণা করবে। আমার মনে হয় ও নীরবেই বিদায় জানাবে ক্রিকেটকে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।