ভারতের বিমান বাহিনী প্রধানের বক্তব্য নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ। সূত্র: জিও নিউজ।
শনিবার (৯ আগস্ট) এক বিবৃতিতে তিনি বলেন, মে মাসের সংঘর্ষে ভারতীয় বাহিনীর পাঁচটি পাকিস্তানি যুদ্ধবিমান ধ্বংসের দাবি ‘পুরোপুরি মিথ্যা ও হাস্যকর’।
আইএএফ প্রধান এপি সিং সম্প্রতি দাবি করেন, রাশিয়া নির্মিত এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ভারত পাঁচটি পাকিস্তানি যুদ্ধবিমান ও একটি নজরদারি বিমান ভূপাতিত করেছে, যার একটি ছিল ৩০০ কিলোমিটার দূরে—এটিকে তিনি ‘সবচেয়ে বড় সারফেস-টু-এয়ার কিল’ হিসেবে উল্লেখ করেন।
খাজা আসিফের দাবি, সংঘর্ষে পাকিস্তানের কোনো বিমান ধ্বংস হয়নি, বরং পাকিস্তানই ছয়টি ভারতীয় যুদ্ধবিমান, এস-৪০০ প্রতিরক্ষা ব্যবস্থা ও কয়েকটি মানববিহীন বিমান ধ্বংস করেছে এবং কিছু বিমানঘাঁটি অচল করে দিয়েছে। তিনি উভয় দেশের বিমান বহরের হিসাব স্বাধীনভাবে যাচাইয়ের আহ্বান জানান, যাতে সত্য প্রকাশ পায়।
https://inews.zoombangla.com/%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8b-%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%9f%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a8-%e0%a6%a6%e0%a6%be%e0%a6%96%e0%a6%bf%e0%a6%b2-%e0%a6%ac%e0%a7%87%e0%a6%86/
তিনি সতর্ক করে বলেন, রাজনৈতিক স্বার্থে গড়া মিথ্যা বিবৃতি পারমাণবিক অস্ত্রসমৃদ্ধ অঞ্চলে কৌশলগত ভুলের ঝুঁকি বাড়ায়। পাকিস্তানের সার্বভৌমত্ব বা ভৌগোলিক অখণ্ডতা লঙ্ঘন হলে দ্রুত ও সমপরিমাণ জবাব দেওয়া হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel