স্পোর্টস ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতে চলতি আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপের শুরুতে ভারত অন্যতম ফেভারিট ছিল। কিন্তু সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে ১০ উইকেটে হারার পর ভারতীয় খেলোয়াড়দের পারফরমেন্স নিয়ে প্রশ্ন ওঠেছিল। তবে অনেকেই ভেবেছিলেন যে হয়তো নিউজিল্যান্ড ম্যাচে ঘুরে দাঁড়াবে ভারত। নিউজিল্যান্ড ম্যাচে বিরাটদের কাছ থেকে আরো ভালো পারফরম্যান্স আশা করা হয়েছিল। কিন্তু পরিস্থিতি আরো খারাপ হয়ে ওঠে কারণ মেন ইন ব্লুজ নির্ধারিত ২০ ওভারে তোলে মাত্র ১১০ রান।
এই রানটা কিউয়িদের জন্য কখনো চ্যালেঞ্জিং ছিল না। এটি ঠিক পাকিস্তান ম্যাচের মতোই মনে হয়েছিল। জসপ্রীত বুমরাহ বাদে, সমস্ত বোলার উইকেট নেয়ার জন্য লড়াই করেছিলেন, কিন্তু সকলেই ব্যর্থ হন। বিরাট কোহলির নেতৃত্বাধীন দল এবার ৮ উইকেটে হারল। চলতি বিশ্বকাপে দ্বিতীয় পরাজয়ের সম্মুখীন হতে হলো বিরাট অ্যান্ড কোম্পানি। অনেকেই প্রশ্ন তুলেছেন, তাহলে কি চলতি বিশ্বকাপের সুপার টুয়েলভ থেকেইছিটকে যাবে বিরাট কোহলিরা? ভারত কি তাহলে চলতি টি টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে উঠতে পারবে না?
পাকিস্তানের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি ভারতের পারফরম্যান্স সম্পর্কে তার মতামত জানিয়েছেন। তিনি নিজের টুইটারে বিরাট অ্যান্ড কোম্পানি নিয়ে নিজের দৃষ্টি ভঙ্গির প্রকাশ করেছেন। আফ্রিদি জানিয়েছেন, ‘ভারতের এখনো সেমিফাইনালে যোগ্যতা অর্জনের একটা সুযোগ রয়েছে। কিন্তু তারা যেভাবে ইভেন্টে তাদের দুটি বড় ম্যাচ খেলেছে, তাদের যোগ্যতা অর্জন দেখতে হলে একটা অলৌকিক ঘটনার দরকার, এটা ছাড়া আর কিছুই লাগবে না।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।