স্পোর্টস ডেস্ক : রাত পোহালেই টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত আর অস্ট্রেলিয়ার নারী দল। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচেও এই দুই দল মুখোমুখি হয়েছিল। ঘটনাচক্রে ফাইনালেও দুই দলই মুখোমুখি হতে চলেছে। প্রথম ম্যাচে ভারতের কাছে হারতে হয়েছিল অস্ট্রেলিয়াকে। দেশের মাটিতে বিশ্বকাপ জয়ের হাতছানি অজিদের সামনে। ফাইনালে তাই বদলার ম্যাচ অস্ট্রেলিয়ার সামনে। ফাইনালে নামার ৪৮ ঘণ্টা আগেই মাইন্ড গেম শুরু করে দিল অস্ট্রেলিয়া।
অজিদের আত্মাভিমান বরাবরই বেশি। টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে হারের বদলা নিয়ে এক ঢিলে দুই পাখি মারতে চায় অজি তরুণীরা। ভারতকে হারানোর পাশাপাশি বিশ্বকাপ জিতে নেওয়া। অজি পেসার মেগান স্কাট নাকি ভারতীয় ওপেনার শেফালি ভার্মা আর স্মৃতি মান্ধানাকে বোলিং করতে চান না! অধিনায়ক ম্যাগ ল্যানিংয়ের কাছে এমনই অনুরোধ করেছেন তিনি। কিন্তু কেন?
গত মাসে ত্রিদেশীয় সিরিজে শেফালি প্রথম বলেই স্কাটকে চার মারেন। আর সেই ওভারেই স্মৃতি মান্ধানা নাকি বিরাট একটা ছক্কা হাঁকান। প্রথম ওভারে নাকি ১৬ রান দিয়েছিলেন তিনি।
আর তাই স্কাট বলেছেন, ‘আমি ভারতীয়দের বিপক্ষে খেলতে ঘৃণা বোধ করি। তারা আমাকে আঘাত করেছে। ত্রিদেশীয় সিরিজে ওই ছক্কাটা আমি ভুলতে পারছি না। আমার ক্যারিয়ারে এর আগে কখনো এত বড় ছক্কা হজম করতে হয়নি। ভারতীয়দের আটকাতে অবশ্যই আমাদের বেশ কিছু পরিকল্পনা রয়েছে। তবে আমি এটুকু বলতে পারি পাওয়ার প্লে তে আমি ওদের বিরুদ্ধে বল করতে চাই না। কারণ ওরা দুজনেই (শেফালি-স্মৃতি) আমাকে খুব সহজেই খেলে দেয়।’
স্মৃতি আর শেফালির জন্য নির্দিষ্ট পরিকল্পনা নিয়ে যে অজি টিম নামবে, তা পরিষ্কারও করে দিচ্ছেন মেগান। ‘বোলার হিসেবে ওদের বিরুদ্ধে নিশ্চয় আমাদের কিছু না কিছু পরিকল্পনা থাকবে।’
এরই মধ্যে আবার জনপ্রিয় আমেরিকান পপ সিঙ্গার কেটি পেরি পারফর্ম করবেন ফাইনালে। ৮ মার্চ, রবিবার বিশ্ব নারী দিবস। তার উপর আবার মেয়েদের বিশ্বকাপ ফাইনাল। দুই উপলক্ষ্যে তিনি একটি নতুন গানও গাইবেন কেটি।
এ সব মাঠের বাইরের কথা, মাঠের লড়াইটা কিন্তু জমজমাট। মেয়েদের ক্রিকেটে অস্ট্রেলিয়া কঠিন প্রতিপক্ষ হিসেবে ধরা হলেও সারা টুর্নামেন্ট জুড়ে যা খেলছে ভারত, তাতে ঘরের মাঠে ফাইনাল হলেও বেশ চাপে তারা। গ্রুপ লিগের ম্যাচে অজিদের হারিয়ে হরমনপ্রীত কাউররা প্রমাণ করে দিয়েছেন, তাঁরা সহজ টিম নয়।
মেগান বলেছেন, ‘ফাইনালে ওঠার দিকেই প্রাথমিক নজর ছিল আমাদের। সেটা হয়েছে। এ বার সামনে ভারত। ওরা কিন্তু বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজের সময় থেকেই বুঝিয়েছে যে কতটা কঠিন টিম। আরও একটা বড় চ্যালেঞ্জের মুখে আমরা।’
ফাইনালে ওঠা দুটো টিমই যে একে অপরকে খুব ভালো করে চেনে, তা নিয়ে কোনও সন্দেহ নেই। যে কারণে বিশ্বকাপ ফাইনাল আরও আকর্ষণীয় হতে চলেছে। মেগানের কথায়, ‘ভারতকে আমরা চিনি। ওরাও আমাদের চেনে। আমরা একে অপরের বিরুদ্ধে সম্প্রতি প্রচুর ম্যাচ খেলেছি। সেই কারণেই এই ফাইনাল আরও বেশি আকর্ষণীয় হতে চলেছে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।