নিজস্ব প্রতিবেদক: চীনের উহান থেকে উদ্ধার করে ২৩ বাংলাদেশিকে ভারতের দিল্লিতে নিয়ে আসা হয়েছে। ভারতের একটি বিশেষ ফ্লাইটে তাঁদের নাগরিকদের উহান থেকে ফেরত আনার সময় এই ২৩ বাংলাদেশিকেও আনা হয় বলে নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি হাসান জাহিদ তুষার।
ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশনের বরাত দিয়ে তিনি বলেন, আজ বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দিল্লিতে বিশেষ বিমানটি পৌঁছেছে। করোনা সংক্রমণের আশঙ্কায় ফেরত আসা অন্য ভারতীয়দের মতো ২৩ বাংলাদেশিকেও দিল্লিতে আগামী কয়েকদিন পৃথকভাবে কোয়ারেন্টাইনে রাখা হবে।
এর আগে চীনের উহান থেকে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে ৩১২ বাংলাদেশি নাগরিককে ফিরিয়ে এনেছিল সরকার। হজ্বক্যাম্পে কোয়ারেন্টাইন শেষে তারা নিজ নিজ বাড়িতে চলে গেছেন।
চীনের উহান থেকে ফেরত আসা ৩১২ জন বাংলাদেশি সুস্থ রয়েছেন বলে জানিয়েছেন বাংলাদেশ সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান-আইইডিসিআর’র পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।