Advertisement
করোনায় আক্রান্তের বিষয়টি শিবরাজ নিজেই টুইট করে নিশ্চিত করেছেন। এক টুইট বার্তায় তিনি জানান, কয়েকদিন ধরেই তার শরীরে করোনার উপসর্গ দেখা যাচ্ছিল। সে কারণেই নমুনা পরীক্ষা করতে দেওয়া হয়েছিল। করোনা পরীক্ষার ফলাফল পজিটিভ এসেছে বলে জানান তিনি।
গত কয়েকদিন ধরে শরীর খারাপ থাকায় ভোপালের বাসভবনের বাইরে বের হননি শিবরাজ।
শনিবার কোভিড পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার কথা ছিল। হোম আইসোলেশনে থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমেই তিনি প্রতিদিনের কাজের পর্যালোচনা ও পরবর্তী পদক্ষেপের বিষয়ে প্রয়োজনীয় মতামত দেবেন বলে জানিয়েছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।