আন্তর্জাতিক ডেস্ক : প্রবল বৃষ্টিতে ভারতের মুম্বাইয়ে দু’টি বাড়ির দেয়াল ভেঙ্গে পড়েছে। এতে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে শেষ খবর পাওয়া পর্যন্ত ২৫জন নিহত হয়েছেন। অনেকেই ধ্বংসস্তূপের নিচে আটকে রয়েছেন।
শনিবার গভীর রাতে মুম্বাইয়ের চেম্বুর ও সুরিয়া নগর এ ঘটনা ঘটে। খবর পেয়ে উদ্ধারকাজ শুরু করে বিপর্যয় মোকাবেলা দল।
দেশটির ভাসিনাকা এলাকায় ভেঙে পড়া বাড়ির নিচ থেকে শেষ খবর পাওয়া পর্যন্ত ২৫ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়া বেশ কয়েকজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার থেকে শুরু হওয়া প্রবল বৃষ্টিতে মুম্বাইয়ের চুনাভাট্টি, দাদার, গাঁধি মার্কেট, চেম্বুর, কুরলা, বোরিভলি প্রভৃতি এলাকা পানির নিচে তলিয়ে গেছে।
এদিকে দেশটির আবহাওয়া অফিস আরো পাঁচ দিন মুম্বাইয়ে বৃষ্টি হবে বলে আভাস দিয়েছে।
সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।