স্পোর্টস ডেস্ক : ওয়ানডের শক্তিশালী দল ভারতকে বিশাল লজ্জা দিলো সফরকারী অস্ট্রেলিয়া। ভারতের বিপক্ষে দুই ওপেনারের সেঞ্চুরিতে ১০ উইকেটের জয় তুলে নিয়েছে টিম অস্ট্রেলিয়া।
মঙ্গলবার রওয়াংখেড়ে স্টেডিয়ামে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ ছিল। ম্যাচে ভারতের বোলারদের পিটিয়ে সেঞ্চুরি তুলে নেন দুই অজি ওপেনার ওয়ার্নার ও ফিঞ্চ। আর ব্যাটিংয়ের সুযোগ না দিয়ে ম্যাচ শেষ করেই মাঠ ছাড়েন এই দুই তারকা।
স্বাগতিক ভারতের বিপক্ষে আজ টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ।
টস হেরে প্রথমে ব্যাট করে ৪৯.১ ওভারে ২৫৫ রানে অলআউট হয় বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারত।
জবাবে ব্যাটিংয়ে নেমে ডেভিড ওয়ার্নার ও অ্যারন ফিঞ্চের জোড়া সেঞ্চুরিতে নির্ধারিত ওভারের ৭৪ বল হাতে রেখে ১০ উইকেটের বিশাল জয় পায় অস্ট্রেলিয়া। এই জয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০তে এগিয়ে গেল সফরকারীরা।
সংক্ষিপ্ত স্কোর
ভারত: ৪৯.১ ওভারে ২৫৫ (ধাওয়ান ৭৪, রাহুল ৪৭, পন্ত ২৮, জাদেজা ২৫; স্টার্ক ৩/৫৬, কামিন্স ২/৪৪, রিচার্ডসন ২/৪৩)
অস্ট্রেলিয়া: ৩৭.৪ ওভারে ২৫৮/০ (ওয়ার্নার ১২৮*, ফিঞ্চ ১১০*)
ম্যাচসেরা: ডেভিড ওয়ার্নার
ফল: অস্ট্রেলিয়া ১০ উইকেটে জয়ী
সিরিজ: ৩ ম্যাচ সিরিজে অস্ট্রেলিয়া ১-০তে এগিয়ে
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।