
ভারতের তামিলনাড়ুর কুণ্ডনকুলমে নির্মাণাধীন দেশের সবচেয়ে বড় পরমাণু বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করছে রাশিয়া—এমন তথ্য দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মোদির সঙ্গে বৈঠকের পর তিনি জানান, বিদ্যুৎকেন্দ্রের দুইটি ইউনিট ইতোমধ্যে গ্রিডের সঙ্গে যুক্ত হয়েছে, বাকিগুলোর কাজ চলছে।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, ভারতের সবচেয়ে বড় পরমাণু বিদ্যুৎকেন্দ্রটি নির্মাণ করছে রাশিয়া। তামিলনাড়ুর কুণ্ডনকুলমে বিদ্যুৎকেন্দ্রটির নির্মাণকাজ চলমান রয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ‘ইন্ডিয়া টুডে’কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ তথ্য তুলে ধরেন।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, দুই দিনের সফরে বৃহস্পতিবার নয়াদিল্লিতে পৌঁছান পুতিন। বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সফরকালে দুই দেশের মধ্যে বাণিজ্য, প্রতিরক্ষা ও জ্বালানি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। শুক্রবার রাতে ভারত ত্যাগ করেন পুতিন।
মোদির সঙ্গে বৈঠকের পর পুতিন বলেন, “পরমাণু বিদ্যুৎকেন্দ্রের ছয়টি ইউনিটের মধ্যে দুটি ইতোমধ্যে গ্রিডের সঙ্গে যুক্ত হয়েছে। বাকি চারটির নির্মাণকাজ চলছে। এটি পুরোপুরি চালু হলে ভারতের পরিবেশবান্ধব ও সাশ্রয়ী জ্বালানির চাহিদা পূরণে বড় ভূমিকা রাখবে।”
বিশেষজ্ঞরা বলছেন, কুণ্ডনকুলম প্রকল্প চালু হলে ভারতের জ্বালানি নিরাপত্তায় রাশিয়া–ভারত অংশীদারত্ব আরও দৃঢ় হবে।
চলতি বছরের শুরুতে ভারত ঘোষণা দেয়, তারা ২০৭০ সালের মধ্যে ১০০ গিগাওয়াটের পারমাণবিক শক্তি উৎপাদনের লক্ষ্যমাত্রা ঠিক করেছে। এই লক্ষ্যমাত্রা বর্তমান সক্ষমতার চেয়ে ১০ গুণ বেশি, যা পূরণে ছোট আকারের চুল্লিগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



