আন্তর্জাতিক ডেস্ক : ভারতের ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের (এনএসই) সাবেক এমডি-সিইও চিত্রা রামকৃষ্ণের কাছে তিনি ‘সাধু শিরোমণি’। তার এক কথায়ই এনএসই-তে নিয়োগ থেকে কর্মীদের পদোন্নতি দিতেন আর্থিক অনিয়মের অভিযোগে অভিযুক্ত চিত্রা। এবার তার পরিচয় জানা গেল। তদন্তকারীদের চিত্রা রামকৃষ্ণ জানিয়েছিলেন, হিমালয়ের ওই সাধুর কোনো ঠিকানা নেই।
যেখানে খুশি আবির্ভূত হতে পারেন তিনি। সিবিআই-র দীর্ঘ তদন্তের পর ফাঁস হয়েছে কথিত সেই ‘সাধু’র আসল পরিচয়। বৃহস্পতিবার রাতে তাঁকে গ্রেপ্তারও করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
তদন্তকারীদের দাবি, চিত্রার ‘গুরুদেব’ আর কেউ নন, তিনি ন্যাশনাল স্টক এক্সচেঞ্জেরই সাবেক মুখ্য কার্যনিবাহী আনন্দ সুব্রহ্মণ্যম। সিবিআই সূত্রে খবর, চেন্নাইয়ে তিন দিনের জেরার পর অবশেষে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আদালতের নির্দেশে আগামী ৬ মার্চ পর্যন্ত সিবিআই হেফাজতে থাকবেন তিনি।
কাঁচা বাদাম গানে দুই সঙ্গীর সঙ্গে ড্যান্স টেরেন্সের, মুহুর্তে ভাইরাল
তদন্তকারী সংস্থার সূত্র উদ্ধৃত করে সংবাদ সংস্থা জানিয়েছে, উনিই সেই ‘সাধু’, যাঁর নির্দেশ অনুযায়ী কাজ করতেন চিত্রা। ২০১৩ থেকে ২০১৬ সালের ডিসেম্বর পর্যন্ত চিত্রা এনএসই-র এমডি-সিইও থাকার সময় সংস্থার বহু গোপন তথ্য আনন্দকে ফাঁস করে দিয়েছেন। যে ই-মেইল আইডি থেকে সাধুবেশী আনন্দ চিত্রার সঙ্গে সেশেলে্সে সমুদ্রস্নানে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন, তার নাম ‘রিজ্ঞজুর্সমা’। যে মেইল আইডি থেকে চিত্রাকে তিনি ‘চুল বাঁধার কলাকৌশল’ শেখাতেন, সেখান থেকেই ফাঁস হতো সংস্থার গোপন তথ্য।
সিবিআই-র অভিযোগ, তাদের জিজ্ঞাসাবাদে বহু তথ্য দিতে অস্বীকৃতি জানান আনন্দ। তাই তাকে নিজেদের হেফাজতে নিতে আদালতে আবেদন করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।