আন্তর্জাতিক ডেস্ক : ১ মার্চ রোববার বিকেলে নিউ ইয়র্কে জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় ভারতে সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে এক সাম্প্রদায়িকতা বিরোধী সমাবেশের আয়োজন করা হয়।
ইউনাইটেড ফ্রন্ট অব প্রগ্রেসিভ বাংলাদেশি- আমেরিকান ব্যানারে আয়োজিত এ অনুষ্ঠানে প্রবাসের বিভিন্ন অঞ্চল ও সংগঠনের বিপুলসংখ্যক অসাম্প্রদায়িক চেতনার মানুষ একত্রিত হয়ে সমাবেশে অংশ নেন।
বক্তারা ধর্মান্ধতা ও সাম্প্রদায়িকতা বিরোধী লড়াইকে বেগবান করার আহ্ববান জানিয়ে বলেন , ভারতের সংবিধান অসাম্প্রদায়িক চেতনার। সেখানে সব জাতির প্রতি সমান দৃষ্টি রাখার কথা বলা হয়েছে। তারা ভারতের বুদ্ধিজীবী ও সুশীল সমাজের প্রতিনিধিদের এর বিরুদ্ধে সোচ্চার ভূমিকা রাখার আহ্বান জানান।
বক্তারা আরও উল্লেখ করেন, ভারতের সহিংসতার ঘটনায় যেন বাংলাদেশে কোনও অপশক্তি হিংসায় জড়িয়ে না পড়ে সেদিকেও সকলকে সজাগ থাকার কথা উল্লেখ করেন।
কমিউনিটি এক্টিভিষ্ট মুজাহিদ আনসারীর সঞ্চালনায় বক্তব্য দেন সৈয়দ মোহাম্মদ উল্লাহ, জাকির আহম্মেদ রনি, মূলধারা নেতা মোরশেদ আলম প্রমুখ।
উল্লেখ্য গত ২৩ ফেব্রুয়ারি রবিবার থেকে ভারতের সংশোধিত নাগরিকত্ব আইন সিএএ সমর্থনকারী ও বিরোধীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ ঘিরে অশান্ত হয়ে ওঠে দিল্লির মৌজপুর, জাফরাবাদ, চাঁদবাগ, কারাওয়াালসহ একাধিক এলাকা। আর এতে প্রায় ৫০ জন নাগরিকের মৃত্যু হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।