ভালো মাইলেজের সাথে সস্তায় কিনুন এই দুর্দান্ত বাইকগুলি
বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: বাংলাদেশের রাস্তায় যাতায়াতের জন্য সবথেকে জনপ্রিয় মোটরসাইকেল। প্রতিদিন কাজের প্রয়োজনে এক জায়গা থেকে অন্য জায়গায় যা হোক কিংবা সন্ধ্যায় একটু ঘুরতে যাওয়া সবের জন্যই নিজের দুইচাকার ওপর ভরসা রাখেন মধ্যবিত্তরা। তবে বাইকের সব সেগমেন্টের মধ্যে বেশি জনপ্রিয় কমিউটার সেগমেন্ট। কারণ এইসব মোটরসাইকেল একদিকে যেমন দামও কম হয় অন্যদিকে মেলে দুর্দান্ত মাইলেজ তাই মধ্যবিত্তদের তালিকায় এই ধরনের বাইক সবার প্রথমে থাকে।
আজ এই প্রতিবেদনে জানাবো এইরকমই কিছু বাইকের কথা যা ভারতীয় মুদ্রায় এক লাখের কমেও পাওয়া যাবে অর্থ্যাৎ বাংলাদেশি মুদ্রায় মোটসাইকেলগুলোর দাম পড়বে এক লাখেরও কিছু বেশি। বাজেটের মধ্যে আবার মাইলেজ হবে দুর্দান্ত।
TVS SPORT- এই কমিউটার বাইকের সেগমেন্টে প্রথমেই রয়েছে TVS SPORT. বিশদে বললে এতে দেওয়া হয়েছে ১১০ সিসি ইঞ্জিন যা ৭৩৫০ আরপিএম গতিতে ৮.১৮ এইচপি শক্তি ৪৫০০ আরপিএম গতিতে ৮.৭ এমএম টর্ক উৎপন্ন করে। এই গাড়িটির বিশেষত্ব বলতে এতে রয়েছে ইকো থ্রাস্ট ফুয়েল ইনজেকশন প্রযুক্তি থলে ১৫ শতাংশ জ্বালানির সাশ্রয় করতে পারবে এই বাইকটি। আর মাইলেজ এর দিক থেকেও বেশ ভালো পারফরম্যান্স রয়েছে। এক লিটারে ১১০ কিমি মাইলেজ দেওয়ার রেকর্ড আছে এটির। গাড়িটির দাম শুরু ভারতীয় মুদ্রায় ৬৪০৫০ টাকা থেকে।
Honda CD 110 Dream– এতে দেওয়া হয়েছে ১১০ সিসি ইঞ্জিন যা ৭৫০০ আরপিএম গতিতে ৮.৬৭ এইচপি শক্তি ৫৫০০ আরপিএম গতিতে 9.3 এমএম টর্ক উৎপন্ন করে। এক লিটারে ৭০-৭৫ কিমি মাইলেজ দেওয়ার রেকর্ড আছে এটির। Honda CD 110 Dream গাড়িটির দাম শুরু হচ্ছে ভারতীয় মুদ্রায় ৭১১১৩ টাকা থেকে।
Hero passion pro– বরাবর নিজেদের জনপ্রিয়তা ধরে রেখেছে হিরো। কমিউটার সেগমেন্টে জনপ্রিয় এই বাইকে দেওয়া হয়েছে ১১৩ সিসি ইঞ্জিন যা ৯.০২ এইচপি শক্তি আর ৯.৮৯ এমএম টর্ক উৎপন্ন করে। গাড়িটির দাম শুরু হচ্ছে ভারতীয় মুদ্রায় ৭৪৪০৮ টাকা থেকে।
Honda CB Shine– এই বাইকে দেওয়া হয়েছে ১২৫ সিসি ইঞ্জিন যার আউটপুট ১০.৫৯ এইচপি এবং ১১ এনএম টর্ক। ফিচারের তালিকায় রয়েছে পিজিএমএফআই টেকনোলজি যে কারণে উন্নত পারফরমেন্স দেয় বাইকটি। দাম শুরু হচ্ছে ভারতীয় মুদ্রায় ৭৮৬৮৭ টাকা।
BAJAJ PULSAR 125– এই বাইকটি দুটি ভ্যারিয়েন্টে উপলব্ধ। কার্বন ফাইবার মডেলটির সিঙ্গেল সিট সহ মূল্য ৮৯,২৫৪ টাকা ও স্প্লিট সেট মডেলটির দাম ভারতীয় মুদ্রায় ৯১,৬৪২ টাকা। অপরদিকে দ্বিতীয় মডেল নিয়ন সিঙ্গেল সিট ভ্যারিয়ান্টের দাম ভারতীয় মুদ্রায় ৮৭,১৪৯ টাকা। এতেও দেয়া হয়েছে ১২৫ সিসি ইঞ্জিন। বাইকের মাইলেজ ৫৩ থেকে ৫৫ কিমি/ লিটার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।