আন্তর্জাতিক ডেস্ক : ৭০ বছরের বৃদ্ধকে ভালোবেসে বিয়ে করেছেন ১৯ বছরের তরুণী। এতে তাদের বয়সের পার্থক্য ৫১ বছরের!
তবে ওই তরুণীর দাবি, বয়সের ফারাক যতই হোক না কেন, একজন খারাপ মানুষ জীবনে আসার থেকে সঠিক মানুষকেই জীবনসঙ্গী হিসাবে বেছে নেওয়াটা জরুরি। আর সেটাই তিনি করেছেন। খবর আনন্দবাজারের।
নেটমাধ্যমে পাকিস্তানের এই নবদম্পতিকে নিয়ে বেশ চর্চা চলেছে। পাত্রের নাম, লিয়াকত আলি। পাত্রী শুমাইলা।
তাদেরই একটি সাক্ষাৎকার নিয়েছিলেন ইউটিউবার বাসিত আলি। সেই সাক্ষাৎকারে শুমাইলা জানিয়েছেন, বয়সের ফারাক দেখে এই সম্পর্কে তার পরিবারও রাজি হচ্ছিল না। কিন্তু লিয়াকতের প্রতি তার প্রেমের কাছে শেষমেশ হার মানতে হয়েছে পরিবারকে।
তার কথায়, একটি সম্পর্কের ক্ষেত্রে সম্মান এবং মর্যাদা সব কিছুর ওপরে। আর যেখানে সারা জীবনের একটা সম্পর্ক তৈরি হতে চলেছে, সেখানে এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সব কিছু জেনেবুঝেই এবং লিয়াকতের কাছ থেকে সেই সম্মান এবং মর্যাদা পেয়েছেন বলেই বিয়েতে সায় দিয়েছেন বলে দাবি তরুণীর।
অপরদিকে লিয়াকত জানান, শরীরে বয়সের ছাপ পড়েছে। তবে মনটা তার এখনও যুবক।
বয়সের ফারাক নিয়ে লিয়াকত বলেন, আইনি দিক থেকে যদি কোনো বাধা না থাকে, তাহলে বয়সের ফারাকে সমস্যা কোথায়?
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।