বিনোদন ডেস্ক: পবিত্র ঈদুল আজহায় কোরবানির জন্য হাটে তোলা পশুর নাম নিজের নামে রাখা নিয়ে কোনো আক্ষেপ নেই কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলমের। যারা এই নামকরণ করেন, তারা তাকে ভালোবেসেই করেন বলে মনে করেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের পেজে হিরো আলম একটি ভিডিও পোস্ট করেছেন মঙ্গলবার। সেখানেই এক প্রশ্নে তিনি এ মন্তব্য করেন।
হাটে আপনার নামে গরু ওঠে বিক্রির জন্য, বিষয়টি কীভাবে দেখেন- এ প্রশ্নে হিরো আলম বলেন, প্রতিবারই তো হিরো আলমের নামে মানুষ গরু পালে, যারা বিক্রি করে; হিরো আলমের নামে গরুর নাম দিলে হয়তো ভালো বিক্রি হবে।

তিনি বলেন, কেউ হয়তো ভালোবেসে, শখ করেও এটা রাখে। গরুর নাম হিরো আলম, এবার ঈদে নতুন না। আগেও এমন ঘটনা ঘটেছে। তাই আমি এটা নিয়ে মন খারাপ করি না। তারা আমাকে ভালোবাসে, এজন্য আমার নামে তারা গরুর নাম রাখে।
হিরো আলম বলেন, যারা আমাকে ভালোবাসে তারা আমার নামে গরুর নাম রাখে। এটা নিয়ে আমার কোনো রাগ নাই, অভিমান নাই। হিরো আলমের নামের একটা দাম আছে। সবমিলিয়ে ক্রেতারা গরুটা কেনে।
তিনি বলেন, গাবতলী হাটে আমার নামে গরু আসলে, আমি ফ্রি থাকলে অবশ্যই হাটে গরুটা দেখতে যাব।
সংসার ছেড়েছে এক যুগ আগে, আজও স্বামীর পদবি ধরে রেখেছেন জয়া! কেন?
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



