বিনোদন ডেস্ক : ক্যাটরিনা কাইফের বিয়ের রেশ যেন কিছুতেই কাটছে না! গত সপ্তাহেই ভিকি কৌশলের সঙ্গে রাজকীয় বিয়ের পর্ব সারেন ক্যাট। স্বপ্নের পুরুষের সঙ্গে রূপকথার বিয়ে, রাজকন্যার বেশে বিয়ের প্রতিটা অনুষ্ঠানে ধরা দিয়েছেন ক্যাটরিনা। এই বিয়ে নিয়ে গোপনীয়তা পুরোমাত্রায় বজায় রেখেছেন ক্যাটরিনা-ভিকি, আর সেই কড়াকড়িই বোধহয় ফ্যানেদের ভিক্যাট বিয়ে নিয়ে আরও বেশিমাত্রায় উত্তেজিত করে তুলেছে।
জন্মসূত্রে ব্রিটিশ ক্যাটরিনা বলিউডে একটা লম্বা সময় ধরে হিন্দি বলতে গিয়ে স্ট্রাগল করেছেন, এমনকি শুরুর দিকে নিজের ছবির ডাবিংও করতেন না তিনি। এখন অবশ্য হিন্দি বেশ খানিকটা পাকা-পোক্ত ক্যাট, তবে জানেন কি শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে আলাপ জমাতে রীতিমতো পঞ্জাবি শিখেছেন অভিনেত্রী!
বাড়িতে শিক্ষক রেখে এই ভাষা রপ্ত করেছেন ক্যাট, এবার জানা গেল বিয়ের অনুষ্ঠানে কেবলমাত্র পঞ্জাবি ভাষাতেই কথা বলেছেন অভিনেত্রী। এই কথা ফাঁস করেছেন ভিকির বোন উপাসনা এবং তার স্বামী অরুণেন্দ্র কুমার।
ইনস্টাগ্রামে ভিকি-ক্যাটরিনার ভক্তদের বেশ কিছু প্রশ্নের জবাব দেন তারা। সেখানে একজন জানতে চায়, ক্যাটরিনার পরিবারের মানুষজন কেমন? জবাবে উপাসনা বলেন, ‘অসাধারণ, সবাই খুব ভালো’। অপর একজন প্রশ্ন রাখেন, ‘ক্যাটরিনা কি বিয়েতে পঞ্জাবি বলেছেন?’ হাসিমুখে নায়িকার ননদের জবাব, ‘বিশ্বাস করবেন না গোটা বিয়ের আসরে ক্যাটরিনা শুধু পঞ্জাবিতেই কথা বলেছে’।
তিনি বলেন, ‘বৌদি খুব মিষ্টি, আমাদের পরিবারের সকলকে নাম নিয়ে ডাকছিল। তিনদিন ধরে একছাদের তলায় একটা বড় পরিবার হয়ে ছিলাম আমরা’।
উপাসনা বোহরা এবং তার স্বামী অরুণেন্দ্র কুমার নিজেদের ইউটিউব চ্যানেলে সম্প্রতি তুলে ধরেছেন ভিকি-ক্যাটরিনার রাজকীয় বিয়ের ভেন্যুর ঝলক। অতিথিদের আপ্যায়নের জন্য কেমন ব্যবস্থা ছিল সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ারায় তা ধরা পড়েছে জুটির ব্লগে।
অরুণেন্দ্র নিজের ইউটিউব ব্লগে যে ভিডিও তুলে ধরেছেন সেখানে বিলাসবহুল অতিথিদের রুম দেখলেই আপনার মনে একটা রাজকীয় ভাব আসবে।
রাজমহলের ধাঁচে বানানো ঘরের ইন্টেরিয়ারের কাজ, বিভিন্ন অ্যান্টিক জিনিস ব্যবহার করা হয়েছে ঘরগুলি সাজাতে।
রাজস্থানের সোয়াই মাধোপুরের সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ারায় গত ৭ থেকে ৯ই ডিসেম্বর পর্যন্ত বসেছিল ক্যাট-ভিকির বিয়ের আসর। আপতত গোপনে মধুচন্দ্রিমা কাটাতে ব্যস্ত নবদম্পতি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।