আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের ন্যাশনাল স্ট্যাচুয়ারি হলে বর্ণবাদকে উস্কে দেয় এমন ১১ যোদ্ধার ভাস্কর্য অপসারণ এবং ১০টি সেনাঘাঁটির নতুন নামকরণে অসম্মতি জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, এসব ভাস্কর্য ও ঘাঁটির নামকরণ আমেরিকার স্বর্ণোজ্জ্বল ঐতিহ্যের প্রতীক। অতীত যুদ্ধ-বিজয়-স্বাধীনতার ইতিহাসের অংশ।
গতকাল বুধবার ভাস্কর্য অপসারণ ও সেনাঘাঁটির নাম পরিবর্তনের দাবি জানিয়ে স্পিকার ন্যান্সি পেলোসি সিনেট প্যানেল বরাবর চিঠি দিয়েছেন বলে সংবাদ প্রকাশ করেছে ভয়েস অব আমেরিকা।
একইদিন, পার্লামেন্টের প্রতিনিধি পরিষদের সামনে সাক্ষ্য দিয়েছেন পুলিশি নির্যাতনে নিহত জর্জ ফ্লয়েডের ভাই ফিলোনিস, আইনজীবী বেন ক্রাম্পসহ আরও ১০ জন।
যুক্তরাষ্ট্রে বর্ণবাদ বিরোধী আন্দোলন ১৭তম দিনে গড়ালো। অবশ্য রাজপথে কমে এসেছে বিক্ষোভকারীদের সরব অবস্থান ও সহিংসতা।
গত ২৫ মে যুক্তরাষ্ট্রের মিনিয়াপলিসে ৪৬ বছর বয়সী জর্জ ফ্লয়েডের ঘাড়ে হাঁটু দিয়ে চেপে ধরে শ্বাসরোধ করে হত্যা করেন শ্বেতাঙ্গ পুলিশ কর্মকর্তা ডেরেক চাওভিন। এক প্রত্যক্ষদর্শীর তোলা ১০ মিনিটের ভিডিও ফুটেজে দেখা যায়, জর্জ ফ্লয়েড নিশ্বাস না নিতে পেরে কাতরাচ্ছেন এবং বারবার শ্বেতাঙ্গ পুলিশ কর্মকর্তাকে বলছেন, ‘আমি নিশ্বাস নিতে পারছি না।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



