বিনোদন ডেস্ক : বলিউডের তারকা দম্পতি ক্যাটরিনা কাইফ আর ভিকি কৌশলকে (Katrina-Vicky) খুনের হুমকি দেওয়া সেই ব্যক্তিকে গতকাল গ্রেফতার করল মুম্বাই পুলিশ। ভিকির অভিযোগের ভিত্তিতেই ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। খবর নিশ্চিত করেছে সংবাদ সংস্থা এএনআই।
এর আগে মুম্বাইয়ের সান্তাক্রুজ পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করেন ভিকি কৌশল।
অভিনেতা জানান, বেশ কিছুদিন ধরে বেনামে এক ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্যাটরিনাকে ফলো করছিলেন। তিনিই পরে ইনস্টাগ্রামে হত্যার হুমকি দেন। তবে হুমকির বয়ান জানা যায়নি। টানা হুমকির কারণে এক রকম বাধ্য হয়েই পুলিশের কাছে আসেন ‘সঞ্জু’ অভিনেতা।
ক্যাটরিনা কাইফের জন্মদিন উদযাপন করতে সপরিবারে সম্প্রতি মালদ্বীপে গিয়েছিলেন ‘ভি-ক্যাট’ দম্পতি। সেখান থেকে ফিরে একগুচ্ছ ছবি আর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ারও করেছিলেন তাঁরা। খুনের হুমকি নিয়েই মালদ্বীপ গিয়েছিলেন তাঁরা।
সালমান খান ও তাঁর বাবা সেলিম খানের পর জুনে অভিনেত্রী স্বরা ভাস্কর পেয়েছিলেন খুনের হুমকি। হুমকিদাতাদের পরের টার্গেট ভি-ক্যাট। মর্নিং ওয়াকের সময় সালমানের হাতে আসে হুমকি দিয়ে লেখা একটি চিঠি। যেখানে লেখা ছিল বাবা আর ছেলের অবস্থাও হবে পাঞ্জাবি গায়ক সিধু মুছেওয়ালার মতো। যাঁকে কিছুদিন আগে প্রকাশ্য দিবালোকে গুলি করে মারা হয়। সেই ঘটনার পর সালমান ও তাঁর পরিবারের নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হয়। তদন্ত বলছে বিষ্ণোই গ্যাং অর্থ তুলতে চাইছে বলিউডের থেকে। শুক্রবার মুম্বাইয়ের নতুন পুলিশ কমিশনারের সঙ্গেও দেখা করেন সালমান, এ সময় তিনি আত্মরক্ষার্থে সঙ্গে বন্দুক রাখার অনুমতির আবেদন করেছেন।
অভিনেত্রী স্বরা ভাস্করের ভার্সোভার বাড়িতে ফেলে আসা হয়েছিল হত্যার হুমকি দিয়ে লেখা আরেকটি চিঠি। হিন্দিতে লেখা সেই চিঠির ভাষা কুরুচিপূর্ণ, রয়েছে একাধিক হুমকি। আর প্রেরকের নাম হিসেবে লেখা ‘দেশ কা নওজাওয়ান’। এর আগে গত বছর নভেম্বরে হিমাচল পুলিশের কাছে গিয়েছিলেন কঙ্গনা রানাওয়াত এই একই অভিযোগ নিয়ে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।