বিনোদন ডেস্ক : বিয়ে মানেই একটি বন্ধন, একটি নতুন সম্পর্ক। সঙ্গে দুই পরিবারের মিলনও। বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) বিয়ে করেছেন বলিউডের দুই তারকা ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। এই তারকাদের অনেকেই চেনেন। তবে জানেন কি, ক্যাটরিনার সঙ্গে বিয়ের পর ছয় শ্যালিকার দুলাভাই হয়েছেন ভিকি!
ভিকির এক ভাই সানি কৌশল। তবে নেই কোনও বোন। অন্যদিকে ক্যাটরিনার বাড়িতে ভাই-বোন মিলিয়ে মোট আট জন। তার মধ্যে ছয় জনই ভিকির শ্যালিকা।
রাজস্থানের সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ারাতে ‘ভিক্যাট’-এর বিয়েতে হাজির ছিলেন দু’পক্ষের পরিবার, পরিজন, বন্ধুবান্ধবেরা। বিয়ের দিন দেখা গেছে স্টেফানি, ক্রিস্টিন, নাতাশাকে। ক্যাটরিনার পাশে ফোটোশুটে হাসিমুখে তার বড় তিন বোনকে। ছিলেন তিন ছোট বোন বোনমেলিসা, সনিয়া এবং ইসাবেলা কাইফও।
ক্যাটরিনার বোনদের মধ্যে একমাত্র ইসাবেলাই বলিউডে পরিচিত। ক্যাটরিনার মতোই প্রথমে মডেলিং এবং পরে অভিনয়কেই পেশা হিসাবে বেছে নিয়েছেন তিনি। তাকে দুইটি সিনেমাতেও দেখা যাবে। চলতি বছরেই অথবা আসছে বছরের শুরুতে সিনেমাগুলো মুক্তি পাবে।
বড় বোনের বিয়ের পর উচ্ছ্বাস ধরে রাখতে পারেননি ইসাবেল। ১০ ডিসেম্বর ইনস্টাগ্রামে দুলাভাইকে ট্যাগ করে লেখেন, ‘একজন ভাই পেলাম আমি। ওয়েলকাম টু আওয়ার ক্রেজি ফ্যামিলি। ’
ইসাবেলের মতোই বলিউডে পেশা না হলেও কম নজরকাড়া নয় ভিকির আরেক শ্যালি মেলিসা তারকোত। তবে বিনোদন জগৎ থেকে দূরেই রয়েছেন তিনি। ভিকির আর এক শ্যালিকা মেলিসা পেশায় গণিতজ্ঞ। লন্ডনের ইম্পেরিয়াল কলেজ থেকে পিএইডি ডিগ্রি সম্পন্ন করেছেন তিনি।
ইসাবেল এবং মেলিসার সম্পর্কে এসব তথ্য জানা গেলেও ভিকির অন্য শ্যালিকাদের নিয়ে তেমন তথ্য প্রকাশ্যে আসেনি। ছয়জন ছাড়াও ভিকির এক শ্যালকও রয়েছে। ফার্নিচার ডিজাইন অ্যান্ড ক্রাফ্ট নিয়ে পড়াশোনা করেছেন ক্যাটরিনার ভাই সেবাস্তিয়ান লরা মিখেল।
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel