বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: প্রযুক্তি বাজারে টিকে থাকতে মাইক্রো ব্লগিং সাইট টুইটার বছরজুড়ে একের পর এক ফিচার নিয়ে এসেছে। এবার ভিডিওর জন্য স্বয়ংক্রিয় ক্যাপশন সুবিধা চালু করা হয়েছে টুইটারে। ব্যবহারকারীদের আরও উন্নত অভিজ্ঞতা প্রদানে এ ফিচার চালু করেছে প্ল্যাটফরমটি।
অ্যান্ড্রয়েড, আইওএস ও ওয়েব ভার্সনে এটি চালু করা হয়েছে। মোবাইল প্ল্যাটফরমে যখন কেউ মিউট করা ভিডিও দেখা শুরু করবেন, তখন নিচের দিকে স্বয়ংক্রিয়ভাবে ক্যাপশন চলতে থাকবে। ভলিউম বাড়ানোর পরও অ্যাক্সেসিবিলিটি সেটিংসের মাধ্যমে ব্যবহারকারীরা ক্যাপশন দেখানোর সময়সীমা নিয়ন্ত্রণ করতে পারবেন।
ফিচার চালু পরবর্তী সময়ের ভিডিওগুলোয়ই শুধু ক্যাপশন দেখা যাবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। তথ্যানুযায়ী, বর্তমানে ক্যাপশনের ভুলের বিষয়ে কোনো রিপোর্ট করা যাবে না।
তবে টুইটারের একজন মুখপাত্র জানান, অ্যাক্সেসিবিলিটি ফিচারের উন্নয়নে প্ল্যাটফরমটি প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। স্বয়ংক্রিয় ভিডিও ক্যাপশন ফিচার মূলত টুইটারকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেছে। গত বছর অ্যাক্সেসিবিলিটি টুলসের সহায়তা ছাড়া অডিও টুইট ফিচার চালু করায় প্ল্যাটফরমটির সমালোচনা শুরু হয়েছিল। এ ঘটনার পর প্ল্যাটফরমটি দুটি অ্যাক্সেসিবিলিটি টিম গঠন করেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।