আপনি যখন কোন পেইড ভিপিএন এর সাবস্ক্রিপশন সার্ভিস ক্রয় করবেন তখন অনলাইনের সমস্ত বাঁধা পেরিয়ে সব কন্টেন্ট উপভোগ করতে পারবেন। পাশাপাশি ওই ভিপিএন এর সকল ফিচার উপভোগ করতে পারবেন। তবে ভিপিএন সাবস্ক্রিপশন নেওয়ার আগে আপনাকে ৫টি বিষয় ভেবে দেখতে হবে।
প্রথম বিষয়টি হচ্ছে আপনার কেন ভিপিএন দরকার। হতে পারে আপনার আসলে ভিপিএন এর দরকার নেই । এমনকি নরমাল ও রেগুলার সাইটে ভিজিট করার জন্য ভিপিএন দরকার হয় না।
যদি টরেন্ট ব্যবহার করা অথবা নেটফিক্সের বাড়তি সুবিধা উপভোগ করা এমনকি আপনার লোকেশন লুকিয়ে রাখার দরকার হলে ভিপিএন নেওয়া আবশ্যক হয়ে পড়ে।
দ্বিতীয় বিষয়টি হচ্ছে যে ভিপিএন সার্ভিস নিতে চাচ্ছেন তা কতটা বিশ্বাসযোগ্য এবং নিরাপদ তা ভেবে দেখুন। মেম্বারশিপ এবং পেমেন্ট এর ইনফরমেশন ব্যতীত আপনার গুরুত্বপূর্ণ প্রাইভেট তথ্য যেন ভিপিএন সার্ভারে চলে না যায় সে বিষয়টি গুরুত্বপূর্ণ।
তৃতীয় বিষয়টি হচ্ছে ওই নির্দিষ্ট ভিপিএন সার্ভিস দিয়ে আপনি নেটফ্লিক্সের বাড়তি সুবিধা উপভোগ করতে পারবেন কিনা। বিশ্বজুড়ে অনেক ব্যক্তি নেটফ্লিক্স সার্ভিস নেওয়ার জন্য ভিপিএন ব্যবহার করে থাকে। আসলে মহাদেশ অনুযায়ী নেটফ্লিক্স এর সার্ভিস ভিন্ন ভিন্ন হয়ে থাকে। সকল ধরনের ভিপিএন netflix streaming service ফিচার দিয়ে থাকে না।
চতুর্থ বিষয়টি হচ্ছে আপনি সরকার অথবা সিকিউরিটি ইন্টেলিজেন্স এর সদস্যদের কাছ থেকে লুকিয়ে থাকার জন্য ভিপিএন ব্যবহার করছেন কিনা। এ বিষয়টি অনেক সেনসিটিভ এবং দেশভেদে নিরাপত্তা পরিস্থিতি ভিন্ন হয়ে থাকে। পশ্চিমের অনেক দেশে সরকারের নজরদারি কড়া হয়ে থাকে। সেক্ষেত্রে আপনি কোন লোকেশন ব্যবহার করছেন তা ভেবে দেখা গুরুত্বপূর্ণ।
পঞ্চম বিষয়টি হচ্ছে আপনার চয়েস করা ভিপিএন সার্ভিসটি ইন্টারনেটের গতি কমিয়ে দিচ্ছে কিনা। জনপ্রিয় কিছু ভিপিএন সার্ভিস আছে যারা দ্রুতগতির নেট স্পিড পরিষেবা দিয়ে থাকে। আবার এমন ভিপিএন সার্ভিস আছে যা ব্যবহার করলে ইন্টারনেটের গতি কমে যায়। উপরের আলোচিত বিষয় খেয়াল করে এরপর ভিপিএন এর সাবস্ক্রিপশন ক্রয় করা উচিত।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।