বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ভিভো দেশের বাজারে নিয়ে এসেছে ৫০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরার ৫জি স্মার্টফোন। ফোনটির মডেল ‘ভি২৩ ৫জি।’ রবিবার (১৬ জানুয়ারি) রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে স্মার্টফোনটির উদ্বোধন করা হয়। ‘ভি২৩ ৫জি’ ফোনটি ২১ জানুয়ারি পর্যন্ত প্রি-বুকিং দেয়া যাবে। আর ২২ জানুয়ারি থেকে পাওয়া যাবে ভিভো’র অথোরাইজড স্টোরগুলোতে।
মঙ্গলবার (১৮ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও জানায়, ‘ভি২৩ ৫জি’ মডেলটিতে আছে- ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি রম। ৪২০০ এমএএইচ ব্যাটারির স্মার্টফোনটিতে আছে ৪৪ ওয়াটের ফ্ল্যাশ চার্জিং প্রযুক্তি।
‘ভি২৩ ৫জি’ স্মার্টফোনের ফিচারে রয়েছে- ফোর-কে সেলফি ভিডিওর সুবিধা। ফোনটির ৬৪ মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরার সঙ্গে রয়েছে একটি ৮ মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা এবং একটি ২ মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা।
ফাস্ট অ্যাপ স্টার্টআপ, ইন্সটলেশন স্পিড এবং ডুয়াল মোড ফাইভজি স্ট্যান্ডবাইয়ের প্রিমিয়াম এক্সপেরিয়েন্স দিতে ভি২৩ ৫জি তে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯২০ প্রসেসর। ‘ভি২৩ ৫জি’ মিলবে স্টারডাস্ট ব্ল্যাক এবং সানসাইন গোল্ড রঙে। স্মার্টফোনটির মূল্য ৩৯,৯৯০ টাকা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।