২০২২ সালের ১৭ আগস্ট এ ভিভো ভি২৫ প্রো স্মার্টফোন রিলিজ পেয়েছে। অন্যদিকে শাওমি ১৩ প্রো ২০২২ সালের ১৪ ডিসেম্বর বাজারে ছাড়া হয়। আজ জুমবাংলার পাঠকদের জন্য এ দুই স্মার্টফোনের স্পেক্স ও দামের পার্থক্যের তুলনা বিস্তারিত আলোচনা করা হবে।
Vivo V25 Pro
Vivo V25 Pro স্মার্টফোনের ডিসপ্লের রেজুলেশন 1080 x 2376 পিক্সেল। ডিসপ্লের সাইজ হবে 6.56 ইঞ্চি। স্মার্টফোনটিতে প্রসেসর হিসেবে MediaTek Dimensity 1300 চিপসেট ব্যবহার করা হয়েছে। এটি একটি অক্টাকোর প্রসেসর।
Vivo V25 Pro স্মার্টফোনে 8 জিবি র্যাম এবং 128 জিবি ইন্টার্নাল স্টোরেজ ইন্সটল করা থাকবে। Android 12 অপারেটিং সিস্টেমের উপর ভিত্তি করে স্মার্টফোনটি পরিচালিত হবে। Vivo V25 Pro হ্যান্ডসেটের প্রাইমারি ক্যামেরা 64 মেগাপিক্সেল।
পাশাপাশি মোবাইলটির সামনে 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। 4830 মেগাহার্জ এর শক্তিশালী ব্যাটারির স্মার্টফোনটিকে পাওয়ার প্রদান করবে। পাশাপাশি 66 ওয়াটের ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হয়েছে। Vivo V25 Pro স্মার্টফোনের প্রাইস 27 হাজার রুপি ও 32 হাজার টাকা।
Xiaomi 13 Pro
Xiaomi 13 Pro স্মার্টফোনের ডিসপ্লের রেজুলেশন 1440 x 3200 পিক্সেল। ডিসপ্লের সাইজ হবে 6.73 ইঞ্চি। স্মার্টফোনটিতে প্রসেসর হিসেবে Qualcomm SM8550 Snapdragon 8 Gen 2 চিপসেট ব্যবহার করা হয়েছে। এটি একটি অক্টাকোর প্রসেসর।
Xiaomi 13 Pro স্মার্টফোনে 8 জিবি র্যাম এবং 128 জিবি ইন্টার্নাল স্টোরেজ ইন্সটল করা থাকবে। Android 13 অপারেটিং সিস্টেমের উপর ভিত্তি করে স্মার্টফোনটি পরিচালিত হবে। Xiaomi 13 Pro হ্যান্ডসেটের প্রাইমারি ক্যামেরা 50.3 মেগাপিক্সেল।
পাশাপাশি মোবাইলটির সামনে 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। 4820 মেগাহার্জ এর শক্তিশালী ব্যাটারির স্মার্টফোনটিকে পাওয়ার প্রদান করবে। পাশাপাশি 120 ওয়াটের ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হয়েছে। Xiaomi 13 Pro স্মার্টফোনের প্রাইস 55 হাজার রুপি ও 67 হাজার টাকা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।