চীনের ভিভো ৫০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরার ফোন আনল। যার মডেল ভিভো ভি৪০ই। এই ফোনে ৫৫০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। এছাড়াও রয়েছে ৮০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। ফোনটির গুরুত্বপূর্ণ ফিচারের দিক থেকে দেখলে এতে রয়েছে মিডিয়াটেক ডায়মেনশন প্রসেসর দেওয়া হয়েছে। যা দিয়ে মাল্টি টাস্কিং করা যাবে।
বিশেষ বিষয় হল, এতে ওয়েট টাচ ফিচার দেওয়া হয়েছে। অর্থাৎ ভেজা হাতেও ফোন অপারেট করা যাবে। ধুলা এবং স্প্ল্যাশ প্রতিরোধে IP64 রেটিং পেয়েছে ফোনটি। সঙ্গে ইউজারের নিরাপত্তার কথা মাথায় রেখে দেওয়া হয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।
৮ জিবি র্যামে ফোনটি কেনা যাবে। স্টোরেজ মিলবে ১২৮ জিবি ও ২৫৬ জিবি ভার্সনে। মিন্ট গ্রিন এবং রয়্যাল ব্রোঞ্জ কালারে হ্যান্ডসেটটি কেনা যাবে।
ভিভোর নতুন এই ফোনে পাবেন ৬,৭৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস থ্রিডি কার্ভড অ্যামোলিড ডিসপ্লে রয়েছে। যা ১২০ হার্জ রিফ্রেশ রেট সাপোর্ট করে। এর সঙ্গে HDR10 Plus-ও সাপোর্ট করবে।
গতি এবং মাল্টিটাস্কিংয়ের জন্য MediaTek Dimension 7300 প্রসেসর দিয়েছে ভিভো।
ক্যামেরা সেটআপ: ৫০ মেগাপিক্সেল Sony IMX882 ক্যামেরা সেন্সর, সঙ্গে ফোনের পিছনে ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। সামনে রয়েছে ৫০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, AI ক্যামেরা ফিচার সহ।
ব্যাটারি: ৮০ ওয়াট ওয়্যার্ড ফাস্ট চার্জ সাপোর্টসহ ৫৫০০ এমএএইচ-এর শক্তিশালী ব্যাটারি রয়েছে ভিভোর এই ফোন।
কানেক্টিভিটি: এই ফোনে থাকবে 4G LTE, Dual 5G, Bluetooth ভার্সন 5.4, Wi-Fi, GPS এবং USB Type-C পোর্ট।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।