আন্তর্জাতিক ডেস্ক : জার্মানির পশ্চিমাঞ্চলে লুইডেনশাইড শহরের একটি স্কুল থেকে কমপক্ষে ১৬ জন শিক্ষার্থীকে স্কুল থেকেই কাছাকাছে এক হাসপাতালে পাঠানো হয়৷ স্কুলে টিফিনের সময় ভিমরুলের কামড়ে আহত শিক্ষার্থীরা অভিযোগ করার পর আডল্ফ রাইশভাইন স্কুল অ্যাম্বুলেন্সকে জানায়৷
সেখানকার ফায়ার সর্ভিসের মুখপাত্র জানিয়েছে, আহত শিক্ষার্থীদের বয়স ছিলো ১২ থেকে ১৫ এর মধ্যে৷ হাসপাতালে ১৩ জনের মধ্যে ১১ জনকেই জরুরি চিকিৎসা দেওয়া হয়৷
হাসপাতাল কর্তৃপক্ষ এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে শিক্ষার্থীদের মা-বাবাকে হাসপাতালে না যাওয়ার জন্য বলেছে৷ হাসপাতাল মুখপাত্র স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছে বেশিরভাগ শিক্ষার্থীকেই হালকা চিকিৎসা দিতে হয়েছে, শুধু একজনের ভিমরুলের অ্যালার্জি থাকার কারণে তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে৷ তবে হাসপাতালে সবাইকেই করোনা পরীক্ষা করা হবে৷
তবে হঠাত্করে কেন স্কুলে ভিমরুলের আক্রমণ হয় তা জানা যায়নি৷ ঘটনার দিন স্থানীয় সময় বেলা একটায় স্কুলের সকল শিক্ষার্থীকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয় এবং স্কুলের খেলার মাঠ বন্ধ করে দেওয়া হয় যাতে ভিমরুলের বাসা সরানো যায়৷ এই স্কুলে ছাত্রসংখ্যা প্রায় এক হাজার ২০০৷ লুইডেনশাইড শহরের জনসংখ্যা প্রায় ৭৫ হাজার৷ জার্মানির বড় শহরগুলোর একটি কোলনের উত্তর পূর্বে অবস্থিত৷ সূত্র: এএফপি, ডিডব্লিউ
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।