আন্তর্জাতিক ডেস্ক : মহামারি করোনাভাইরাসে আতঙ্কিত সবাই। এই রোগ পরীক্ষার পর্যাপ্ত কিটের অভাবও সর্বত্র। তবে এরই মধ্যে নতুন কিট নিয়ে এসেছে ভিয়েতনাম। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) ইতিমধ্যে মেইড-ইন-ভিয়েতনাম বা ভিয়েতনামের তৈরি ওই কিট অনুমোদনও দিয়ে দিয়েছে।
সোমবার (২৭ এপ্রিল) বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইমার্জেন্সি লিস্টিং প্রসিডিউর (ইইউএল) এ অনুমোদন দিল। খবর ভিয়েতনামের অনলাইন ভিএন এক্সপ্রেসের।
করোনার পরীক্ষায় আরটি-আরপিসিআর কিট উৎপাদনকারী কোম্পানিটি জানায়, তাদের ইইউএল কোড ০৫২৪-২১০-০০ বিশ্ব স্বাস্থ্য সংস্থা গ্রহন করেছে।
মূলত দ্রুত রোগ নির্নয়ের জন্যে জনস্বাস্থ্যের জরুরী প্রয়োজনে ইইউএল পদ্ধতি চালু হয়েছিল। গুণগত মান সম্পন্ন পন্য যেকোন দেশ এবং সংস্থার জন্যে বাজারে দ্রুত ছড়িয়ে দিতে এই পদ্ধতি কাজের।
নতুন এই কিট যা বিপরীত প্রতিলিপি পলিমারেজ চেইন প্রতিক্রিয়ার (আরটি-পিসিআর) মাধ্যমে ড্রপলেটসে থাকা ভাইরাসকে শনাক্ত করতে সক্ষম। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় রোগ নিয়ন্ত্রণ সংস্থা এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার কিটের থেকে দ্রুত ফলাফল দেয়।
দেশটির তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয় জানিয়েছে, এরই মধ্যে গেল মাসের শেষে এই কিট ব্যবহারের অনুমতি দিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



