নিজস্ব প্রতিবেদক: অধিক মুনাফা নয় বরং কম মুনাফা করে ক্রেতাদের কাছে রুচিশীল ও টেকসই পণ্য পৌঁছে দেওয়াই আমাদের প্রধান টার্গেট। পণ্যের গুণগত মানে আমরা কোনও ছাড় দেবো না। মান অন্যদের চেয়ে ভালো হলেও ক্রেতারা সাশ্রয়ী মূল্যেই পাবে আমাদের তৈরি পণ্য।
আত্মবিশ্বাসের সঙ্গে কথাগুলো বলছিলেন ভিসতা ইলেকট্রনিক্স লিমিটেডের পরিচালক উদয় হাকিম। সম্প্রতি তিনি ওয়ালটন ছেড়ে প্রতিষ্ঠানটিতে যোগ দিয়েছেন।
জুমবাংলার সাথে একান্ত আলাপচারিতায় উদয় হাকিম বলেন, ‘আমরা বাংলাদেশের বাজারে সবার আগে এ্যান্ড্রয়েড টিভি নিয়ে এসেছি। ক্রেতাদের কাছ থেকে সাড়াও পেয়েছি বেশ। আগামী দিনের টিভি হচ্ছে এ্যান্ড্রয়েড টিভি। একটি মোবাইল ফোনে যতসব সুবিধা আছে তার চেয়েও অনেক বেশি সুবিধা রয়েছে এই টিভিতে।’
তিনি আরও বলেন, ‘বাজারে অনেক ব্র্যান্ডের টেলিভিশন রয়েছে যেগুলো অল্প সময়ের ব্যবধানে প্যানেল নষ্ট হয়ে যায়, ডিসপ্লেসহ নানা ধরনের সমস্যা দেখা দেয়। বেশি মুনাফার মানসিকতা থেকে নিম্নমানের পণ্য তৈরি করে ক্রেতাদের ঠকানো হচ্ছে। বাজারে যেসব টেলিভিশন রয়েছে সেগুলোর চেয়ে ভিসতা টিভির মান অনেক আপগ্রেডেড। তাই টিভি কেনার পর ঝামেলামুক্ত থাকতে ক্রেতারা আমাদের টিভিকেই বেছে নেবে বলে আমার বিশ্বাস।’
ভিসতার এই পরিচালক জানান, ‘টেলিভিশন দিয়ে আমাদের যাত্রা শুরু হলেও আস্তে আস্তে অন্যান্য হোম অ্যাপ্লায়েন্স বাজারে আনবে ভিসতা। সর্বশেষ রেফ্রিজারেটর উৎপাদন ও বিপণনে যাবে আমাদের প্রতিষ্ঠান।’
তিনি বলেন, ‘স্থানীয় বাজারের চেয়ে রপ্তানিতে ‘ফোকাস’ করবে ভিসতা। কারণ এতে ঝামেলা কম। একসাথে অনেক পণ্য বিক্রি করা যায়। রপ্তানির প্রক্রিয়া চলছে। আমরা আশা করছি কিছুদিনের মধ্যেই আমাদের তৈরি টিভি পাওয়া যাবে ইউরোপের বাজারে।’
ভিসতার টিম প্রসঙ্গে ওয়ালটনের ব্র্যান্ডিং, কমিউনিকেশন এবং লিঁয়াজো টিমের সাবেক প্রধান উদয় হাকিম জানান, ‘ইলেকট্রক্সি সেক্টরে দেশের সবচেয়ে মেধাবী টিম এখন ভিসতায়। ভিসতার ব্যবস্থাপনা পরিচালক লোকামান হোসেন আকাশ ছিলেন ওয়ালটনের ইন্টারন্যাশনাল মার্কেটিং এবং পলিসি বিভাগের প্রধান, ভিসতার চেয়ারম্যান শামসুল আলম ছিলেন ওয়ালটনের সোর্সিং বিভাগের প্রধান আর ভিসতার আরেকজন পরিচালক মইনুল হক ছিলেন ওয়ালটনের প্রধান প্রকৌশলী। আমাদের সাথে যোগ দিচ্ছেন জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা ইলিয়াস কাঞ্চনসহ আরও কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তি।’
’মেধাবীদের সঠিক মূল্যায়ন এবং টেকসই পণ্য দিয়ে ক্রেতার সন্তুষ্টি অর্জন হবে আমাদের ব্যবসার মূলমন্ত্র,’ যোগ করেন তিনি।
করপোরেট ব্যক্তিত্ব উদয় হাকিম জানান, ‘গাজীপুরের কালিয়াকৈরে বঙ্গবন্ধু হাইটেক সিটিতে রয়েছে ভিসতার কারখানা। এই কারখানার পাশেই আরও একটি কারখানা স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।