যুক্তরাষ্ট্রে ভ্রমণেচ্ছু বাংলাদেশি নাগরিকদের জন্য সম্প্রতি প্রবর্তিত ভিসা বন্ড বা জামানত নিয়ে নতুন করে স্পষ্টীকরণ বার্তা দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। মঙ্গলবার এক বিশেষ বিজ্ঞপ্তির মাধ্যমে দূতাবাস জানিয়েছে যে যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য এই বিতর্কিত ভিসা বন্ডের শর্তটি প্রযোজ্য হবে না। মূলত গত কয়েক দিন ধরে শিক্ষার্থীদের মধ্যে যে উদ্বেগ তৈরি হয়েছিল এই ঘোষণার মাধ্যমে তার অবসান ঘটল।

তবে ব্যবসা বা পর্যটন ভিসা অর্থাৎ বি১ এবং বি২ ক্যাটাগরির আবেদনকারীদের ক্ষেত্রে এই শর্ত যথারীতি বহাল থাকছে।দূতাবাসের বিজ্ঞপ্তিতে পরিষ্কারভাবে বলা হয়েছে যে এফ বা এম ভিসায় যারা যুক্তরাষ্ট্রে পড়াশোনা করতে যাচ্ছেন তাদের এই জামানত দিতে হবে না।
কেবলমাত্র ব্যবসা ও পর্যটনের উদ্দেশ্যে যারা ভ্রমণ করবেন তাদের ক্ষেত্রে অতিরিক্ত সময় অবস্থান করা ঠেকাতে এই বন্ড পরিশোধের নিয়ম কার্যকর করা হচ্ছে।
এর আগে গত সোমবার দূতাবাস জানিয়েছিল যে ২১ জানুয়ারি থেকে বাংলাদেশের যেসব নাগরিক বি১ বা বি২ ভিসার জন্য অনুমোদিত হবেন তাদের সর্বোচ্চ ১৫ হাজার মার্কিন ডলার পর্যন্ত একটি ভিসা বন্ড জমা দিতে হবে। বর্তমান বিনিময় হার অনুযায়ী বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ দাঁড়ায় প্রায় ১৮ লাখ ৩৫ হাজার টাকা।তবে যারা ইতিপূর্বেই অর্থাৎ ২১ জানুয়ারির আগে বৈধ বি১ বা বি২ ভিসা পেয়েছেন তাদের ক্ষেত্রে এই নতুন শর্ত খাটবে না। দূতাবাস আরও সতর্ক করে দিয়ে বলেছে যে কোনো অবস্থাতেই সাক্ষাৎকারের আগে বা আগাম বন্ডের অর্থ পরিশোধ করা যাবে না।
আগাম অর্থ পরিশোধ করলে তা ভিসার নিশ্চয়তা প্রদান করে না বরং এ ক্ষেত্রে বিভিন্ন তৃতীয় পক্ষের ওয়েবসাইট থেকে প্রতারিত হওয়ার ঝুঁকি থাকে। এছাড়া সাক্ষাৎকারের আগে পরিশোধ করা কোনো অর্থই ফেরতযোগ্য নয় বলে বিজ্ঞপ্তিতে কঠোরভাবে উল্লেখ করা হয়েছে। আবেদনকারী যদি ভিসার সকল শর্তাবলি যথাযথভাবে অনুসরণ করেন এবং সময়মতো দেশ ত্যাগ করেন তবেই কেবল বন্ডের অর্থ ফেরত দেওয়া হবে।
আরও পড়ুনঃ
উল্লেখ্য যে গত ৬ জানুয়ারি মার্কিন পররাষ্ট্র দপ্তরের ভ্রমণবিষয়ক ওয়েবসাইটে বাংলাদেশসহ মোট ৩৮টি দেশের নাগরিকদের জন্য এই ১৫ হাজার ডলারের ভিসা বন্ড বা জামানত বাধ্যতামূলক করার ঘোষণা দেওয়া হয়েছিল। মূলত যুক্তরাষ্ট্রে গিয়ে নির্দিষ্ট সময়ের চেয়ে বেশি অবস্থান করার প্রবণতা কমাতেই ওয়াশিংটন এই পরীক্ষামূলক পদক্ষেপ নিয়েছে। বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে ১৮ লাখ টাকার ওপর এই জামানত সাধারণ পর্যটকদের জন্য বড় একটি বোঝা হয়ে দাঁড়িয়েছে। তবে শিক্ষার্থীদের এই নিয়মের আওতামুক্ত রাখায় উচ্চশিক্ষার জন্য বিদেশ গমনেচ্ছুকদের মাঝে বড় ধরণের স্বস্তি ফিরে এসেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


