জুমবাংলা ডেস্ক : যুক্তরাষ্ট্র ঘোষিত ভিসানীতির সিদ্ধান্ত কার্যকরে সরকারের মাথা খারাপ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া জীবন-মৃত্যুর সঙ্গে লড়াই করছেন উল্লেখ করে দ্রুত বিদেশে তার চিকিৎসার ব্যবস্থা নিতে ফের সরকারের প্রতি দাবি জানান তিনি।
আজ সোমবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর ধোলাইখালে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, এক আমেরিকার ভিসা নীতিতে মাথা খারাপ হয়ে গেছে সরকারের।
গণমাধ্যমের খবরে এসেছে উৎকণ্ঠায় মাঠ প্রশাসন। সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, আবারো বলছি, আপনি (শেখ হাসিনা) আপনি অবিলম্বে পদত্যাগ করুন। কোনো টালবাহানা করবেন না। এদেশের মানুষ এখন আর আপনাকে ক্ষমতায় দেখতে চায় না।
দেশের অবস্থা ভালো নয়। সরকার সহজে কথা শুনবে না। আন্দোলনের মধ্য দিয়ে তরঙ্গের ওপরে তরঙ্গ সৃষ্টি করে তাদেরকে পরাজিত করতে হবে।
রাজধানীর আমিন বাজারে আরেকটি সমাবেশ হওয়ার কথা থাকলেও পুলিশ ও আওয়ামী লীগ নেতাদের বাধায় তা হাতে পারেনি বলে অভিযোগ করেন ঢাকা জেলা বিএনপি।
তিনি বলেন, আজকে তিনি জীবন-মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। তার এতই বেশি শরীর অসুস্থ ডাক্তাররা বলছেন, অবিলম্বে তার চিকিৎসা বাইরে ব্যবস্থা করা দরকার। সেই কারণে আমরা গতকাল বলেছি, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে আপনারা তার বাইরে চিকিৎসার ব্যবস্থা করুন। অন্যথায় এর সব দায়-দায়িত্ব এই সরকারকে নিতে হবে।
মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালামের সভাপতিত্বে দক্ষিণের ভারপ্রাপ্ত সদস্য সচিব লিটন মাহমুদের সঞ্চালনায় সমাবেশে কেন্দ্রীয় নেতা শামসুর রহমান শিমুল বিশ্বাস, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, শিরিন সুলতানা, মীর সরাফত আলী সপু, রওনুকুল ইসলাম টিপু, অর্পনা রায় দাশ, ইশরাক হোসেন, যুবদলের সুলতান সালাউদ্দিন টুকু, স্বেচ্ছাসেবক দলের এস এম জিলানী, কৃষক দলের শহিদুল ইসলাম বাবুল, মহিলা দলের সুলতানা আহমেদ, ছাত্রদলের ইকবাল হাসান খান, মহানগর বিএনপির নবী উল্লাহ নবী বক্তব্য রাখেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।