আন্তর্জাতিক ডেস্ক : ভিসার মেয়াদ শেষে ভারতে অবস্থান করলেই সকলের জরিমানা সমান হবে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রাভিশ কুমার। এরআগে ভিসার মেয়াদ শেষ হলে সম্প্রদায়ভেদে জরিমানা কম-বেশি আদায় করা হতো। কিন্তু এখন আর তা হচ্ছে না, ধর্মবর্ণ নির্বিশেষে গুণতে হবে একই পরিমাণ অর্থ।

বুধবার (১১ মার্চ) সাংবাদিকদের এ কথা বলেন তিনি। ভিসা সংক্রান্ত এই প্রজ্ঞাপনটি জানুয়ারির শেষে জারি করা হয়েছে বলেও জানান তিনি।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রাভিশ কুমার জানান, ভিসা শেষে ভারতে অবস্থান করলে এখন থেকে ধর্মবর্ণ নির্বিশেষে প্রতিদিনের জন্য পনের রুপি করে জরিমানা গুণতে হবে। আগে বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানের সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য ভিসার মেয়াদ অতিক্রম হয়ে গেলে, ২ বছরের বেশি সময়ের জন্য গুনতে হতো ৫০০ রুপি, ৯১ দিন থেকে ২ বছরের জন্য ২০০ রুপি, ১ থেকে ৯০ দিনের জন্য ১০০ রুপি।
কিন্তু সংখ্যাগরিষ্ঠ অর্থাৎ মুসলিম সম্প্রদায়ের ক্ষেত্রে ডলারে জরিমানা গুণতে হতো। সেক্ষেত্রে ২ বছরের বেশি সময়ের জন্য ৫০০ ডলার বা ৩৫ হাজার রুপি, ৯১ দিন থেকে ২ বছরের জন্য ৪০০ ডলার বা ২৮ হাজার রুপি, ১ থেকে ৯০ দিনের ক্ষেত্রে ৩০০ ডলার বা ২১ হাজার রুপি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


