Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : ভিয়েতনামের মধ্যাঞ্চলে গেল এক সপ্তাহ ধরে চলা ভারী বৃষ্টিপাতে সৃষ্ট বন্যায় এখন পর্যন্ত অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও নিখোঁজ রয়েছেন আরও অন্তত ১৩ জন।
সরকারি হিসাব মতে, বন্যায় এখন পর্যন্ত ঘরবাড়ি হারিয়েছেন দেশটির ৩০ হাজারেরও বেশি মানুষ। এর মধ্যেই আগামী কয়েকদিনের মধ্যে মৌসুমী ঝড় ভিয়েতনামে উপকূলে আঘাত হানবে বলে আশঙ্কা করছে দেশটির আবহাওয়া দফতর।
এরইমধ্যে দেশটির মধ্যঞ্চলীয় উপকূলের দিকে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন লিনফা। এতে আগামী আরও কয়েকদিন ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। এতে বন্যা পরিস্থিতির আরও অবনতি হবে বলে আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।