আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সংসদের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক কমিশনের সদস্য শাহরিয়ার হায়দারি বলেছেন, ভিয়েনায় পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের সংলাপে ইরান তখনই ফিরে যাবে যখন তেহরানের ওপর আরোপিত সব নিষেধাজ্ঞা পুরোপুরি প্রত্যাহারের প্রতিশ্রুতি দেয়া হবে। খবর পার্সটুডে’র।
ভিয়েনা সংলাপে ইরানের ফিরে যাওয়ার জন্য চিরদিন অপেক্ষা করা সম্ভব নয় বলে আমেরিকাসহ ইউরোপীয় দেশগুলো বারবার যে বক্তব্য দিয়ে যাচ্ছে সে প্রসঙ্গে এক সাক্ষাৎকারে হায়দারি এ পূর্বশর্তের কথা জানান।
ইরান ইউরোনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করলে আমেরিকা কিছু নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে বলে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন নতুন করে যে বক্তব্য দিয়েছেন সে প্রসঙ্গে দৃষ্টি আকর্ষণ করা হলে হায়দারি বলেন, বাইডেন যেন জেনে রাখে শুধুমাত্র সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলেই ইরান ভিয়েনা সংলাপে প্রত্যাবর্তন করবে। ইরানের দৃষ্টিতে ‘কিছু নিষেধাজ্ঞা প্রত্যাহার’ গ্রহণযোগ্য নয়।
তিনি বলেন, ইরানের সর্বোচ্চ পর্যায় থেকে নিষেধাজ্ঞা পুরোপুরি প্রত্যাহারের কথা বলা হয়েছে। কাজেই ভিয়েনা সংলাপের ক্ষেত্রে তেহরানের নীতি স্পষ্ট হয়ে গেছে।
ইরানের এই সিনিয়র সংসদ সদস্য বলেন, পরমাণু সমঝোতার অন্য পক্ষগুলো যদি সত্যিই সংলাপে ফিরতে চায় তবে তাদেরকে গত ৪০ বছরের সমস্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। অন্যথায়, ইরান ওই পক্ষগুলোকে কোনো ছাড় দিতে রাজি নয়।
ইরান একটি শক্তিশালী দেশ এবং সে নিজের কথায় চলে বলে জানান হায়দারি। তিনি বলেন, এখন পর্যন্ত ইরান তার কোনো প্রতিশ্রুতি লঙ্ঘন করেনি এবং তেহরান বিশ্বাস করে ইরানের ওপর আরোপিত সব নিষেধাজ্ঞা অবশ্যই প্রত্যাহার করতে হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।