আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের এক নারী মুদিদোকানে গিয়েছিলেন কিছু প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে। সেখানে একটি লটারির টিকিটও কিনে নেন। তাড়াহুড়া থাকায় টিকিটটি ব্যাগে রেখে দেন তিনি। এরপর সেটির কথা অনেকটা ভুলেই গিয়েছিলেন। পরে যখন মনে হলো, তখন সেই টিকিট পরীক্ষা করে দেখেন, তিনি ১০ লাখ ডলার (প্রায় ১১ কোটি ৬৪ লাখ টাকা) জিতে গেছেন!
ওই নারী ইলিনয় লটারি কর্মকর্তাদের বলেন, ইলমহার্স্ট এলাকায় অবস্থিত জুয়েল–ওসকো স্টোরে তিনি কিছু জিনিসপত্র কেনার জন্য যান। আর সেখান থেকেই তাঁর লটারি জয়ের যাত্রা শুরু হয়।
ইলিনয়ের বাসিন্দা ওই নারী ওই দিনের ঘটনা স্মরণ করতে গিয়ে বলেন, ‘আমি আমার এক আত্মীয়ের বাসায় বেড়াতে যাচ্ছিলাম। পথে আমি কিছু মুদি দ্রব্যসামগ্রী কিনতে জুয়েল–ওসকো স্টোরে যাই। স্টোরের ভেতরে ঢোকার আগে “লাকি ডে লোটো” লটারির টিকিট দেখে আমার চোখ আটকে যায়। এরপর আমি সেখান থেকে একটি টিকিট কিনে আমার ব্যাগে রেখে দিই। কিন্তু পরে আমি সেটির কথা বেমালুম ভুলে যাই।’
ওই নারী বলেন, ‘২০ অক্টোবর পর্যন্ত ওই টিকিটের কথা আমার মনেই ছিল না। ওই দিন সন্ধ্যার দিকে হঠাৎ আমার সেটির কথা মনে পড়ে। এরপরই আমি টিকিটটি পরীক্ষা করে দেখার সিদ্ধান্ত নিই।’
ওই নারী বলেন, ‘এত ডলারের লটারি জয়ের আনন্দে আমি কাঁদতে শুরু করি। আমি ভাবছিলাম, এটি অবিশ্বাস্য।’
মার্কিন এই নারী বলেন, এই লটারি জয়ের পর তিনি ভবিষ্যতে কী করবেন, ইতিমধ্যে তার একটি পরিকল্পনাও করে ফেলেছেন।
লটারিজয়ী নারী বলেন, ‘আমি সবচেয়ে বেশি রোমাঞ্চিত বোধ করছি এ কারণে যে এখন আমি বিশ্বে আমার প্রিয় জায়গাগুলোতে বছর বছর ঘুরে বেড়াতে পারব। যেমন আয়ারল্যান্ড। সেখানকার ভূপ্রকৃতি অসাধারণ। আমি রোমাঞ্চিত, এখন থেকে আমি প্রতিবছর বেড়ানোর সুযোগ পাব।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।