Advertisement
পুঁজিবাজার ডেস্ক : পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান ড. এম খায়রুল হোসেনের বিরুদ্ধে শেয়ারবাজারে কারসাজি করে অর্থ আত্মসাৎ ও পাচারের অভিযোগের সত্যতা পায়নি দুর্নীতি দমন কমিশনের (দুদক) গোয়েন্দা ইউনিট।
আজ সোমবার (২৬ আগস্ট) দুদকের ঊর্ধ্বতন সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন। চলতি মাসের প্রথম সপ্তাহে বিএসইসি চেয়ারম্যানের বিরুদ্ধে ওঠা অভিযোগের অনুসন্ধানে নামে দুদক। তবে দুদকের গোয়েন্দা তথ্য অনুসন্ধানে এর কোনও সত্যতা মেলেনি। গোয়েন্দা প্রতিবেদনটি কমিশনে জমা দেওয়া হয়েছে। কমিশন প্রতিবেদন আমলে নিয়ে নথিভুক্ত করেছে।
গোয়েন্দা প্রতিবদনে বলা হয়েছে, বিএসইসি চেয়ারম্যানের বিরুদ্ধে যিনি অভিযোগ জমা দিয়েছিলেন তিনি ভুয়া নাম-ঠিকানা ব্যবহার করেছেন। অভিযোগও ভুয়া।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।