Advertisement
জুমবাংলা ডেস্ক : ৪ দশমিক ১ মাত্রায় ভূমিকম্প আঘাত হেনেছে দেশের উত্তর-পূর্বাঞ্চল এলাকা সিলেটে। একইসঙ্গে আঘাত হেনেছে ঢাকাসহ দেশের কয়েকটি জেলায়ও।
সোমবার (২৭ জানুয়ারি) দুপুর ১ টা ১০ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়। স্থানীয় মানুষজন ভূকম্পন টের পেয়ে রাস্তায় নেমে আসেন। অবশ্য কম্পন মৃদু হওয়ায় অনেকে বুঝতে পারেননি।
আবহাওয়া অধিদপ্তর সিলেটের আবহাওয়াবিদ মো. সাঈদ আহমদ বলেন, ভূমিকম্পের উৎপত্তিস্থল সিলেটের গোয়াইনঘাটে। সিলেট ছাড়াও ঢাকায় ভূমিকম্প আঘাত হেনেছে বলে নিশ্চিত করেন তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।